সুদীপ পাল, পশ্চিম বর্ধমানঃ
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে দূর্গাপুরের কেন্দ্রীয় গবেষণাগার সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (সিএমইআরআই)- এর বিজ্ঞানীরা তৈরি করলেন ‘ডিসইনফেকশন ওয়াক ওয়ে’ নামক এক বিশেষ ধরণের স্যানিটাইজার কক্ষ। বিশ্বে এই মহামারী করোনা সংক্রমণ ছড়ানো রুখতে এ-এক অভিনব আবিস্কার।
সিএমইআরআই-এর বিজ্ঞানী মলয় কর্মকারের তত্বাবধানে তৈরি হয়েছে এই বিশেষ কক্ষ। সকলের প্রশ্ন কি বিশেষত্ব আছে এই কক্ষের? দেখা যাচ্ছে, কাঁচের কক্ষের ভিতরে নির্দিষ্ট জায়গায় দাঁড়ালে দুটি স্বয়ংক্রিয় স্প্রেয়ার দিয়ে সোডিয়াম হাইপোক্লোরাইড, ইথানল ও পারফিউমের মিশ্রণ স্প্রে করা হবে শরীরের উপরে। ২০ সেকেন্ড ধরে প্রক্রিয়া চলার পর জীবাণু মুক্ত হবে শরীর।
আরও পড়ুনঃ পুলিশের পরে এবার গান গেয়ে সচেতনতায় নামলেন আশা কর্মীরা
কিন্তু এতে শরীরের ক্ষতি হবে না? এ ব্যাপারে সিএমইআরআই-এর ডিরেক্টর ড. হরিশ হিরানী দাবী করেন, ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন নির্দিষ্ট গাইডলাইন মেনেই তৈরি হয়েছে এই মেশিন’। সুতরাং একটা কথা পরিস্কার করোনা আবহ থেকে মুক্ত হওয়ার জন্য সাধারণ মানুষ থেকে বিজ্ঞানী সকলেই নিজের নিজের জায়গায় লড়াই করে চলেছেন। তারই একটি নবতম দৃষ্টান্ত এই মেশিন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584