গণধর্ষণ কান্ডে মুখ্যমন্ত্রীর শান্ত প্রতিক্রিয়া দুঃখজনক, মন্তব্য দেবশ্রীর

0
36

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানবিরোধী বিষয় নিয়ে রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন অথচ কুমারগঞ্জ ও মালদার গণধর্ষণ কান্ডে তার কোনো প্রতিক্রিয়া এখনো অবধি জানাননি। এটা খুবই দুঃখজনক ঘটনা। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর এসে এমনই কথা বললেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ দফতরের রাষ্ট্রমন্ত্রী দেবশ্রী চৌধুরী। তিনি বলেন মুখ্যমন্ত্রী শুধু ক্যা ক্যা ছি ছি বলে যাচ্ছেন সংবিধানবিরোধী আচরণ করে তিনি রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াচ্ছে অথচ এই দুই জায়গায় গণ ধর্ষণকাণ্ডে একবারও ছি বলার সময় পেলেন না। এইজন্যই পশ্চিমবাংলার মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ ও মুখোশ দুটোই চিনে গিয়েছেন। খুব অপেক্ষা করছে মানুষ।যেভাবে লোকসভা নির্বাচনে এই রাজ্যের মানুষ দেখিয়ে দিয়েছিল ঠিক সেইভাবেই আগামী বিধানসভা নির্বাচনে দেখিয়ে দিবেন এই রাজ্যের মানুষ।

দেবশ্রী চৌধুরী। নিজস্ব চিত্র

দেবশ্রী চৌধুরী বলেন রাজ্যে প্রধানমন্ত্রী এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো গোপন বৈঠক করেননি। দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এই রাজ্যের মুখ্যমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করেছে। অযথা সিপিএম এ ব্যাপারে তারা নানান রকম ভাবে কটাক্ষ করছে এই বৈঠক নিয়ে। দেবশ্রী চৌধুরী বলেন তাদের কি কোন কাজ আছে। এই রাজ্যে সিপিএমের অস্তিত্ব বিপন্ন।

আরও পড়ুনঃ কুমারগঞ্জে নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল ফালাকাটায়

তারা আবার বড় বড় কথা বলে। সিপিএমের কাজ তো এটাই একবার দিদির সঙ্গে যাবা একবার দিদির বিরোধিতা করা। আখেরে কোনোটাতেই চিড়া ভিচ্ছে না। কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন আসন্ন পুরসভা নির্বাচনে উত্তর দিনাজপুর জেলার তিনটি পুরসভার সবকটি আসনে বিজেপি প্রার্থী দেবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here