উচ্চ মাধ্যমিকেও জয় জয়কার কোচবিহারের, মেধাতালিকায় স্থান পেল ৭ নক্ষত্র
মনিরুল হক, কোচবিহারঃ মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও জয় জয়কার কোচবিহার জেলার। মাধ্যমিকে শীর্ষ স্থান সহ মেধা তালিকায় জায়গা করে নিয়েছিল কোচবিহারের ৯ কৃতি। মাধ্যমিকে সেই নবরত্নের সাফল্যের পর এবার উচ্চ মাধ্যমিকেও মেধা তালিকায় জায়গা করে নিয়েছে কোচবিহার জেলার ৭ নক্ষত্র। দুটি পরীক্ষায় জেলা জুড়ে ছাত্র ছাত্রীদের এই সাফল্যে খুশির হাওয়া কোচবিহারে। জেলার ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা মহলেও আনন্দ ছড়িয়ে পড়েছে।
এদিন উচ্চ মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশের পর দেখা গেল প্রথম দশে জায়গা করে নিয়েছে কোচবিহারের একাধিক ছাত্রছাত্রী। কোচবিহারের মণীন্দ্র নাথ হাইস্কুলের জয়দীপ ভৌমিক ৪৮৭ নম্বর পেয়ে রাজ্যে চতুর্থ হয়েছে। ৪৮২ নম্বর পেয়ে কোচবিহারের মণীন্দ্র নাথ হাইস্কুলের জাহ্নবী পাল এবং মাথাভাঙার শীতলখুচি হাইস্কুলের সারফারাজ আলম রাজ্যে যুগ্মভাবে রাজ্যে নবম হয়েছে। দিনহাটার সাহেবগঞ্জ হাইস্কুলের অনুকূল বর্মন, শীতলখুচির গোঁসাইয়ের হাট হাইস্কুলের নন্দিতা বর্মন এবং কোচবিহারের জেনকিন্স স্কুলের মেহেদ উজ্জামান, মাথাভাঙ্গার পাটাকামারীর রাজেন্দ্র হাইস্কুলের রিক্তা বর্মন ৪৮১ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে রাজ্যে দশম স্থান অর্জন করেছে। তাদের এই সাফল্যে স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক, অশিক্ষক কর্মচারী থেকে শুরু পাড়া প্রতিবেশীরা ভীষণ আনন্দিত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584