নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার বাগ পোতা গ্রামে এক ব্যক্তির বাড়িতে বিশালাকার গোখরো সাপ রয়েছে বলে খবর পেয়ে বন দফতরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।
জানাগেছে সোমবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বাগপোতা গ্রামের বাসিন্দা গোপাল রাউতের বাড়িতে একটি গোখরো সাপকে দেখতে পায় পরিবারের সদস্যরা । এরপর সবাই বাড়ি থেকে বেরিয়ে আসে।
আরও পড়ুনঃ নিম্নমানের মিডডে মিলের সামগ্রী দেওয়ায় বিক্ষোভ জলঙ্গিতে
সাপটিকে না মেরে গোপাল রাউৎ বন দফতর কে জানায়, খবর পেয়ে বন দফতরের কর্মীরা এসে ওই বাড়ির ভিতরে থাকা সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় । ওই ঘটনাকে কেন্দ্র করে গোপাল রাউৎ এর পরিবারের সকলেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে । বন দফতরের রিকভারি টিমের সদস্য মলয় ঘোষ জানান সাপটির শারীরিক পরীক্ষার পর ছেড়ে দেওয়া হবে জঙ্গলে।
আরও পড়ুনঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু রঘুনাথগঞ্জে
সম্প্রতি চন্দ্রকোনা, ঘাটাল,দাসপুর এলাকায় সাপের ব্যাপক উৎপাত শুরু হয়েছে। গত সাতদিনে দাসপুর ও চন্দ্রকোনা এলাকায় সাপের কামড়ে দুই জনের মৃত্যুও হয়েছে ৷ সাপের কামড়ে অসুস্থ হয়ে পাঁচজন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।যার ফলে ঘাটাল মহকুমা জুড়ে করোনার পাশাপাশি সাপের আতঙ্কে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584