সবুজ সাথী সাইকেলের সঙ্গে নারকেল চারা বিতরণ চিলাখানা হাই স্কুলে

0
93

মনিরুল হক, কোচবিহারঃ

সবুজ সাথী প্রকল্পের সাইকেলসহ একটি করে নারকেল গাছের চারা বিতরণ করা হল ছাত্রছাত্রীদের।আজ তুফানগঞ্জের চিলাখানা হাইস্কুলের নবম ও দশম শ্রেণীর পড়ুয়াদের সবুজ সাথীর সাইকেল বিতরণ করা হয়।এদিনের এই সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিন ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণের পাশাপাশি একটি করে নারকেলের চারাও দেওয়া হয়।

নিজস্ব চিত্র

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণের পাশাপাশি তাদের হাতে নারকেলের চারা তুলে দেন। জানা গিয়েছে, এদিন ১১০ জন ছাত্রী ও ১০৮ জন ছাত্রকে সাইকেল বিতরণ করা হয়।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ বলেন, “আজকে সবুজশ্রী প্রকল্পে ছাত্র ছাত্রীদের সাইকেল এবং একটি করে নারকেলের চারা দেওয়া হল। এই নারকেল চারাটি তারা বাড়িতে লাগাবে। এটি যখন বড় হবে, তখন তা দেখে ছাত্রছাত্রীদের স্কুল জীবনের স্মৃতি ভেসে উঠবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here