নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
বাংলাদেশ সীমান্তে ডিউটি সেরে ফেরার পথে খালের জলে পড়ে মৃত জওয়ান সনাতন সরেনের দেহ পৌঁছালো তার গ্রামের বাড়ি গোপীবল্লভপুরে।আজ সকালে গোপীবল্লভপুরের বড়তাড়কি গ্রামে তার কফিনবন্দি দেহ এসে পৌঁছায়।গতকাল বাংলাদেশ সীমান্তে প্রহরার কাজ সেরে ক্যাম্পে ফেরার সময় বারাসতের স্বরূপ নগর থানা এলাকার গোবিন্দপুর গ্রামে একটি খালের জলে পড়ে যান ছিয়াত্তর নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ান সনাতন সরেন।
আরও পড়ুনঃ চোখের জলে শেষ বিদায় প্রিয় ডাক্তারবাবুকে
বিএসএফ সূত্রে জানা গেছে,গতকাল স্বরূপনগরের গোবিন্দপুরে একটি কালভার্টের ওপর দিয়ে যাওয়ার সময় সনাতন পা পিছলে জলে পড়ে যান l তাকে উদ্ধার করে শাড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন l আজ তাঁর কফিন বন্দি দেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছাতেই সনাতনকে শেষবারের মতো দেখার জন্য এলাকার মানুষ ভিড় করেন। সেখানেই তাকে গার্ড অফ অনার জানানো হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584