মনিরুল হক, কোচবিহারঃ
এখন থেকে জমিবাড়ি নামজারি করতে আগের তুলনায় অর্ধেক টাকা দিতে হবে শহরের বাসিন্দাদের। আজকে কোচবিহার পুরসভার বোর্ড মিটিংয়ের পর একথা জানান চেয়ারম্যান ভূষণ সিং। আজকে বোর্ড মিটিংয়ে কাউন্সিলারদের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জনান তিনি। পুরসভার কাজে ব্যবহৃত পুরনো এবং নষ্ট যানবাহনগুলি নিলাম করে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয় এদিন বোর্ড মিটিংয়ে। কোচবিহার পুরসভার চেয়ারম্যান ভূষণ সিং বলেন, “নামজারি নিয়ে আমাদের একটি সমস্যা ছিল। আজকে বোর্ড মিটিংয়ে তা নিয়ে আলোচনা হয়েছে।
কোন পরিবারের একজনের জমির নামজারি করতে ৪ হাজার টাকা লাগত। এখন তা ২ হাজার টাকায় হয়ে যাবে। কোন বাড়িতে ৫ জন থাকলে তাদের ২০ হাজার টাকা লাগত। এখন অর্ধেক লাগবে। এতে তাদের সুবিধা হবে। এছাড়া প্রায় ২৭ কিলোমিটার পাইপ লাইনের কাজ বাকি আছে। সেটার জন্য আমাকে ব্যক্তিগত ভাবে কলকাতায় গিয়ে তদারকি করতে হবে। টাকা পয়সা পেয়ে গেল ওই কাজ শুরু করা হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584