নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর:
গতকাল পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মুগবসান পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখা খুচরো জমা না নেওয়ায় জনগণ পথ অবরোধ করে। গ্রাহকদের বক্তব্য, আদতে কোনও ব্যাঙ্ক কখনও খুচরো পয়সা জমা নিতে অস্বীকার করতে পারে না। শুধু মাত্র সময় নষ্টের অজুহাতে বিভিন্ন ব্যাঙ্ক গ্রাহকদের খুচরো পয়সা জমা নিচ্ছে না। গ্রাহকরা নিজেরা হয়রানির শিকার হচ্ছেন ও এই কারণে অনেক ব্যবসায়ীরা খুচরো নিতে অস্বীকার করেছেন। বিভিন্ন স্থানে এ নিয়ে মারপিট পর্যন্ত গড়িয়েছে।
শেষ পর্যন্ত মুগবসান পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ম্যানেজার খুচরো পয়সা জমা নেওয়ার প্রতিশ্রুতি দিলে পথ অবরোধ উঠে যায়। জনগণের এই স্বতস্ফূর্ত আন্দোলন দেখে প্রশাসন পিছু হঠে যায়।
এক্ষেত্রে জেনে রাখা প্রয়োজন পন্চাশ পয়সা থেকে ছোট এক, দুই, পাঁচ, দশ টাকার সমস্ত কয়েন, যেকোনো ধরণের ব্যাঙ্ক ও সমবায়ে গ্রহনযোগ্য। কিন্তু এই সমস্যাটি বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে।এর ফলে ছোট ব্যাবসায়ীগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584