মনিরুল হক, কোচবিহারঃ
‘জলের অপর নাম জীবন’ একথা কে মনে রেখে তেরাপন্থ যুবক পরিষদরের পক্ষ থেকে ঠান্ডা পানীয় জলের মেশিন বসানো হল মাতৃমায়।
কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমায় প্রসূতি রোগীরা পরিষেবা নিয়ে থাকে। এখানে প্রতিদিন বহু মানুষের সমাগম হয়।
আরও পড়ুনঃ খস জনজাতি সংঘের রক্তদান আলিপুরদুয়ারে
রোগী এবং তার আত্মীয়স্বজনদের জন্য পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে উদ্যোগ নেয় তেরাপন্থ যুবক পরিষদ। প্রায় ৩ লক্ষ টাকা ব্যয় করে এই ঠান্ডা পানীয় জলের মেশিন বসান হয় বলে জানিয়েছে উদ্যোক্তারা। এই প্রকল্পের উদ্বোধন করেন কোচবিহার জেলা পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর।
তেরাপন্থ যুবক পরিষদ নবীন ওসয়াল বলেন, এটি তাঁদের দ্বিতীয় প্রকল্প। এদিন এই প্রকল্পের সূচনা হয়। এরফলে রোগী এবং তার আত্মীয়স্বজনরা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। এর আগেও কোচবিহার পাওয়ার হাউস চৌপথীতে এধরণের একটি প্রকল্প করা হয়েছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584