নিজস্ব সংবাদদাতা, আরামবাগঃ
দীর্ঘদিন ধরে হিমঘরের মালিক না আসায় চরম সমস্যায় ভুগছেন চাষি থেকে হিমঘরের বেতনভুক্ত শ্রমিক ও আলু ব্যাবসায়ীরা। অভিযোগ,আরামবাগের নৈসরাই এলাকায় লক্ষ্মীমাতা হিমঘরের শ্রমিকেরা দু’বছর ধরে বিভিন্ন জায়গায় জানিয়ে এখনও তাঁদের কোনো সমস্যার সমাধান হয়নি। দীর্ঘদিন ধরেই যে সমস্ত শ্রমিকেরা ঐ হিমঘরে কাজ করে আসছেন, তারা তাদের মাসিক বেতন সঠিকভাবে সময়ে পাচ্ছেন না।তার ফলে ভুগছেন আর্থিক সমস্যায়।বারবার বর্তমান মালিক পক্ষকে জানিয়েও কোনো কাজ হয়নি,ঐ হিমঘরে অস্থায়ীভাবে দেখভালের জন্য ম্যানেজার রাখা হলেও তিনি মোটেও এসব বিষয়ে কর্ণপাত করছেন না।তাই বর্তমানে শ্রমিকরা দিশেহারা।তাঁদের পরিবারগুলি এখন অর্থ সংকটে ভুগছে।

এইসব কারনেই বাধ্য হয়েই তৃণমূলের শাখা সংগঠন আই এন টি টি ইউ সি – র সাথে যুক্ত থাকা শ্রমিকেরা সোমবার সকালে আরামবাগ মহকুমা শাসকের অফিসে অবস্থান-বিক্ষোভে বসেন।তাঁদের দাবি, অতি শীঘ্রই সমস্যার সমাধান করতে হবে।তা নাহলে আমরণ অনশনের পথ বেছে নেবেন তাঁরা।অন্যদিকে ব্যবসাদার ও ঐ এলাকার চাষীদের অভিযোগ,তারাও এবছরে ঐ হিমঘরে আলু রেখে সমস্যার সম্মুখীন হয়েছেন, মালিকের সাথে দেখা না করতে পেরে তারা আলু বের করার অনুমতিও পাচ্ছেন না। চাষীদের অভিযোগ, তারা চড়া সুদে মহাজনদের কাছ থেকে টাকা নিয়ে এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে চাষ আবাদ করেছিলেন। হিমঘরে আলু রেখে বাজারে দাম বাড়লে সেই আলু বিক্রি করে মহাজনদের টাকা মিটিয়ে দেবেন এই আশাতেই বুক বেঁধে ছিলেন,কিন্তু আলু বের করতে না পারায় বিক্রিও করতে পারছেন না।এর ফলে দিন দিন আলুর দাম কমছে। সেই কারণেই তাঁরা চরম সমস্যার সম্মুখীন হয়েছেন।তাঁরা চাইছেন প্রশাসনের হস্তক্ষেপে এই সমস্যার সমাধান হোক।এরপরে তা যদি না হয় তাহলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584