ঠান্ডাযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে আমেরিকা, অভিযোগ চিনের বিদেশমন্ত্রীর

0
63

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

আমেরিকার বিরুদ্ধে এবার চাঞ্চল্যকর অভিযোগ করলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। করোনাভাইরাস নিয়ে প্রতিনিয়ত চিনকে কড়া ভাষায় বিঁধছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিনই করোনার সৃষ্টিকর্তা বলে অভিযোগ পর্যন্ত করেছেন তিনি। আর এই করোনা সংক্রমণ, হংকং ইস্যু-সহ একাধিক বিষয় নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের পারদ ক্রমশই চড়তে শুরু করেছে। সে দিকে নজর রেখেই শনিবার এই মন্তব্য করেছেন চিনের বিদেশমন্ত্রী।

Wang E | newsfront.co
ওয়াং ই, চিনের বিদেশ মন্ত্রী।ছবিঃ টাইম ম্যাগাজিন

তিনি বলেন, “আমাদের নজরে এসেছে যে, আমেরিকায় কিছু রাজনৈতিক শক্তি চিন ও মার্কিন কূটনৈতিক সম্পর্ককে সামনে রেখে দু’টি দেশকে ঠান্ডা যুদ্ধের কিনারার দিকে ঠেলে দিচ্ছে।’’ মার্কিন প্রেসিডেন্ট বেজিংয়ের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর বিরুদ্ধেও। সেই ঘটনাক্রমের দিকে দৃষ্টি রেখেই পাল্টা আঘাত করেছে বেজিং।

হুঁশিয়ারি দিয়ে ওয়াংয়ের মন্তব্য, “করোনা মহামারী ছাড়াও আমেরিকা থেকে একটি রাজনৈতিক ভাইরাসও ছড়িয়ে পড়ছে।’’ তাঁর মতে, ‘‘ওই রাজনৈতিক ভাইরাসটি চিনকে আক্রমণ করা ও সমালোচনা করার প্রতিটি সুযোগকে কাজে লাগাচ্ছে। কিছু রাজনৈতিক নেতা চিনকে নিশানা করেই সত্যকে পুরোপুরি উপেক্ষা করছেন ও মিথ্যাকে সাজাচ্ছেন। তাঁরা ষড়যন্ত্রও করছেন।’’

আরও পড়ুনঃ ইসলাম বিরোধী পোস্ট করে সংযুক্ত আরব আমিরশাহীতে চাকরি খোয়ালেন আর এক ভারতীয়

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার আগে পর্যন্ত সময়টিকে কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াইয়ের সময় বলে চিহ্নিত করা হয়। পরমাণু শক্তিধর দেশ আমেরিকা ও সোভিয়ত ইউনিয়নের মধ্যে নানা বিষয় নিয়ে রাজনৈতিক উত্তেজনার নানা ছবি সে সময় দেখেছিল গোটা বিশ্ব। সেই প্রসঙ্গই আবার টেনে আনল বেজিং।

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড় আমফানকে আয়লার থেকেও ভয়ঙ্কর আখ্যা দিল রাষ্ট্রসংঘ

চলতি বছরের জানুয়ারিতে চিনের সঙ্গে বিরাট বাণিজ্য চুক্তি সই করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময় চিনা প্রেসিডেন্ট শি চিনফিংয়ের প্রশংসাও করেন তিনি। কিন্তু চিনের উহান থেকে বিশ্বে কোভিড-১৯-এর সংক্রমণ ছড়িয়ে পড়তেই চিনের সম্পর্কে তিনি মত বদলাতে থাকেন। প্রতিদিন নিয়ম করে চিনের সমালোচনা শুরু করেন ট্রাম্প। এমনকি, চিনের সঙ্গে সম্পর্ক শেষ করে দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। আর তার ফলে গত কয়েক মাসে বেজিং-ওয়াশিংটন সম্পর্ক এখন তলানিতে এসে ঠেকেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here