নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
ভেঙ্গে পড়লো বালিচক ফ্লাইওভার নির্মাণের জন্য লোড টেস্ট করার বালি বোঝাই বস্তার বিরাট স্তুপ।
বালিচক ফ্লাইওভার নির্মাণের জন্য লোড টেস্ট-এর কাজ চলছিল।তিরিশ হাজার বালির বস্তা দিয়ে লোড চাপানোর প্রক্রিয়া চলছিল।আগামীকাল লোড টেস্ট হওয়ার সিদ্ধান্ত ছিল।কিন্তু তার আগেই আজ সন্ধে সাড়ে ছটা নাগাদ হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল বালি বস্তা বোঝাই করা বিরাট স্তুপ।
শ্রমিকরা যারা কাজ করছিলেন তারা কেউ আহত হন নি। কি কারনে এমন হলো এখনো পরিষ্কার জানা যায়নি। তবে ঠিকাদার সংস্থার দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি বলেন প্রাকৃতিক দুর্যোগের কারণে এটি হতে পারে।
আরও পড়ুনঃ ট্রলার ডুবে নিখোঁজ ২৭ মৎসজীবী
বালিচক স্টেশন উন্নয়ন কমিটির সম্পাদক কিংকর অধিকারী বলেন,”বালিচকে তেমন বড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ হয়নি।তাহলে কেন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা দরকার। উড়ালপুল নির্মাণের ক্ষেত্রে কঠোর নজরদারির মাধ্যমে নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানাচ্ছি আমরা। নির্মাণ প্রক্রিয়ায় কোনো গাফিলতি ধরা পড়লে প্রশাসনকে তার সম্পূর্ণ দায় নিতে হবে। আমরা এজন্যই প্রথম থেকে সকল পক্ষকে নিয়ে একটি কমিটি গঠন করার দাবি জানিয়েছিলাম সমস্ত প্রক্রিয়াটি সঠিকভাবে দেখভালের জন্য।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584