নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর অঞ্চলের শালডহরি গ্রামে হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল বাড়ি।গত কয়েকদিন আগেই ভুমিকম্পের জেরে বাড়িতে ফাটল ধরেছিল।তার উপর বর্ষার ভ্রুকুটির জেরে প্রায় সময় চলছে বৃষ্টি। তাই অন্যত্র যাওয়ার উপায় ছিল না।আদ্যিকালের তিনতলা ভিটে বাড়িতেই বাস করত পরিবারটি।কিন্তু রবিবার সেই বাড়িই হুড়মুড়িয়ে পড়ল।
পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর অঞ্চলের শালডহরি গ্রামের ঘটনা।বাড়ি ভাঙলেও অল্পের জন্য প্রাণ বাঁচল পরিবারের সদস্যদের। তবে এই বিপর্যয়ের জেরে ক্ষতি হয়েছে প্রায় তিন লক্ষ টাকার জিনিসপত্র।রবিবার সকালে শালডহরি গ্রামের বাসিন্দা মনোরঞ্জন ভুঁইয়ার পরিবারের লোকজন নিজেদের বাড়ির কাজের মধ্যেই ছিল। ঠিক তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়িটি। এই ঘটনার পর প্রশাসনকে সাহায্যের আবেদন জানিয়েছে ওই পরিবারের সদস্যরা।
আরও পড়ুনঃ মেদিনীপুরে রাইফেল শুটিং প্রতিযোগিতা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584