মনিরুল হক,কোচবিহারঃ
ফণীর তাণ্ডবে বিধস্ত ওডিশা। দুর্যোগের পর ওই রাজ্য সরকারের পাশে দাঁড়াতে পথে সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচী গ্রহণ করল কোচবিহার এক সেচ্ছাসেবী সংস্থা। সম্প্রতি কোচবিহার শহরে গঠন হয়েছে এই সামাজিক ও সাংস্কৃতিক সংস্থাটি। এদিন কোচবিহার দাস ব্রার্দাস মোড়ে ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এই সন্ধ্যায় ক্ষুদে শিল্পীদের নৃত্য, সংগীত,আবৃতিতে প্রাণবন্ত হয় সাংস্কৃতিক কর্মসূচী।
ওই সংস্থার সভাপতি জহর দেব জানান,আমরা ফণীর তাণ্ডবে বিধস্ত হতে দেখেছি ওডিশা রাজ্যকে।সেই ফণী দুর্যোগের হওয়ায় বহু মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে।তাই ওই রাজ্য সরকারের ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই কোচবিহারে পথে সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসূচী গ্রহণ করি।যেখানে অংশ নেয় জেলার বিভিন্ন প্রান্তের শিশু শিল্পীরা।ওই অনুষ্ঠান চলাকালীন সংগ্রহ করা হয় ত্রান তহবিল।সংগৃহীত অর্থ ওডিশার মুখ্যমন্ত্রী ত্রান তহাবিলে পাঠানো হবে।
আরও পড়ুনঃ বৃষ্টির জলের তলায় ক্ষেতের ধান,মাথায় হাত চাষির
তিনি আরও বলেন,যে অনুষ্ঠান পরিবেশিত হয়েছে তাতে মূলত ক্ষুদেরাই অংশ নেয়।পাশাপাশি সংস্থার সদস্যরা পথ চালিত মানুষ দোকান বাজারে সংগ্রহ করে অর্থ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584