পুরস্কৃত কাঁদনা গীতের সংগ্রাহক বেবী সাউ

0
235

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

দক্ষিণ-পশ্চিম বাংলার প্রান্তিক মানুষের মধ্যে যে কাঁদনা গীতের প্রচলন রয়েছে তা নিয়ে সংগ্রহ ও গবেষণাধর্মী বই রচনা করেছিলেন বেবী সাউ। শ-খানেকের বেশি কাঁদনা গীত সংগ্রহ করেছেন। সহজ কথ্য বাংলায় তার রূপান্তর করেছেন ও এই আঞ্চলিক লোকসঙ্গীত ও লোকায়ত সংস্কৃতির ধারা নিয়ে বিশ্লেষণাত্মক গবেষণাধর্মী ইতিবৃত্ত লিখেছেন তিনি।

collector of Kadna songs
নিজস্ব চিত্র

বিদ্বজ্জন, পাঠক ও গবেষক মহলে পর প্রশংসিত হয় বইটি। ৭ সেপ্টেম্বর কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে ‘নতুন’ ও ‘মাসিক’ কৃত্তিবাস, প্রতিভাস প্রকাশনার উদ্যোগে শিশির মঞ্চে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বেবী সাউয়ের হাতে এ বছরের দীপক মজুমদার পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার তুলে দেন বর্ষীয়ান অধ্যাপক ও প্রাবন্ধিক অমিত্রসূদন ভট্টাচার্য।

আরও পড়ুনঃ লায়ন্স ক্লাব, রেডক্রস সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ

অমিত্রসূদন ভট্টাচার্য বলেন,’আমি এই রকম প্রবন্ধের লেখনী বহুকাল পড়িনি। এটি একটি অসাধারণ বই।’

collector of Kadna songs
নিজস্ব চিত্র

পুরস্কার পাওয়ার পরে বেবী সাউ বলেন,’বিশ্বায়ন ও ধর্মীয় সাম্প্রদায়িকতার সংস্কৃতির বিরুদ্ধে আঞ্চলিক সংস্কৃতিকে তুলে ধরার কাউন্টার কালচারকে গড়ে তোলাই হোক উদ্দেশ্য। কেন্দ্র ভেঙে যাক। বরং প্রান্তিক কেন্দ্রে উঠে আসুক।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here