শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
লকডাউনে মানুষের মধ্যে ক্রমশ বেড়েই চলেছে মানসিক অবসাদ। সামনাসামনি বসে দু’দণ্ড কথা বলতে পারছেন না সাধারণ মানুষ। তাই শহরে কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির বজায় রেখে খুলে গেল কফি হাউসের ঐতিহ্যবাহী আড্ডা। অবশেষে কফি হাউস খোলায় অনুমতি মিলল।

দীর্ঘ একশো দুদিন পরে বৃহস্পতিবার থেকে নতুনভাবে চালু হল কফি হাউস। প্রথম দিনেই বয়স্ক থেকে কচিকাঁচা কলেজ পড়ুয়া সকলেই পুরনো আমেজেই ভিড় জমিয়েছেন কফি হাউসের লনে। এবার থেকে প্রতিদিন সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছয়টা পর্যন্ত খোলা থাকবে কফি হাউস।
স্বাস্থ্যবিধি মেনে দরজায় ঢোকার সময় রাখা হয়েছে স্যানিটাইজার থার্মাল স্ক্যানিংয়ের ব্যবস্থা। পাশাপাশি দরজায় নোটিশ এতে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় কর্তৃপক্ষের তরফে মাস্ক না পরলে ঢোকা যাবে না। এছাড়াও স্বাস্থ্য বিধি মেনে কমানো হয়েছে আসন সংখ্যা।
আরও পড়ুনঃ এবার থেকে সপ্তাহে দু’দিন খোলা থাকবে যাদবপুরের সেন্ট্রাল লাইব্রেরি
আপাতত এক তলাতেই বসবে কফির আসর। তবে স্বাদে গন্ধে এখনও সেই আগের কফি হাউস বদল হয়ে নি এত টুকু। মেনুতে আছে ব্ল্যাক কফি, দুধ কফি, স্যান্ডউইচ, বাটার টোস্ট, পকোড়া। এখন মেনুতে এটাই পাওয়া যাবে ধীরে ধীরে সাধারণ মানুষের উপস্থিতির হার দেখে সংযোজন করা হবে অন্যান্য লোভনীয় খাবার। তবে কাপ ডিস আর নেই ফউনটেন কাগজের গ্লাসে খেতে হচ্ছে কফি। জল ও কাঁচের গ্লাসের বদলে দেওয়া হচ্ছে প্লাস্টিকের গ্লাসে। দাম আগের তুলনায় একটু বাড়ানো হয়েছে ১০ শতাংশ হারে।
আরও পড়ুনঃ রেশন ব্যবস্থাকে রাজনৈতিক খাঁচা-মুক্ত করুনঃ রাজ্যপাল
কিন্তু টাকাটা এখন আর বড় নয় মানুষের কাছে। নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে সবাই মিলে ফের জীবনের পথে ফিরতে চান। তাই কফি হাউসের সেই আড্ডায় যোগ দিতে মুখিয়ে আছেন সমগ্র কলকাতা বাসী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584