পিয়ালী দাস, বীরভূমঃ
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বিশ্বভারতীর স্নাতকোত্তর পড়ুয়া যুবকের হাতে আক্রান্ত কলাভবনের টেক্সটাইল বিভাগের ছাত্রী। ছুরির আঘাতে ছাত্রীর বাঁহাত রক্তাক্ত হলো। আক্রান্ত ছাত্রীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ধরে ফেলে অভিযুক্ত যুবককে এবং শান্তিনিকেতন থানার পুলিশের হাতে তুলে দেয়।

আক্রান্ত ছাত্রী জানিয়েছে, গত এক বছর ধরে অভিযুক্ত ছাত্র অসীম সরকারের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কিন্তু গত বছরের শেষের দিক থেকে তার ব্যবহারে পরিবর্তন আসে, কলাভবনের সেরামিক বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র অসীম হঠাৎ ফোন করে দেখা করতে বলে গত জানুয়ারি মাসে আমি যার সঙ্গে দেখা করতে যাই সেখানে আমাকে অসীম জানায় সে আমাকে ভালোবাসে কিন্তু আমি তাকে জানিয়ে দেই আমার পক্ষে অসীমকে ভালোবাসা সম্ভব না কারণ আমি অন্য একজনকে ভালোবাসি এবং বাড়ি থেকে তার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে তখনকার মতো সে মেনে নেয় কিন্তু দুদিন পরে আবার আমাকে ফোন করে দেখা করতে বলে এবার আমি দেখা করিনি তারপর অসীম ক্লাসে আমাকে আবার একই কথা বলে তখন সেখানে উপস্থিত শিক্ষক এবং আমার অন্যান্য বন্ধুবান্ধবরা তাকে বুঝিয়ে বলে সবার কথা শুনে তখনকার মত সে চুপচাপ চলে যায় বুধবার রাত ৭.৩০ নাগাদ শ্যামবাটি থেকে আমি যখন এক ভাইয়ের সাথে বাড়ি ফিরছিলাম তখন অভিযুক্ত যুবক সাইকেল নিয়ে আমাদের পিছু নেয়, দুবার আমাকে দাড়াবার জন্য বলে কিন্তু আমি দাড়াই নি, মরিয়া হয়ে অসীম তখন সাইকেল নিয়ে পথ আটকে দাঁড়ায়।
আরও পড়ুনঃ লালবাগে কুপিয়ে হত্যার চেষ্টা, বোমা-গুলিবর্ষণে আহত ৬
আমার সাথে কথা বলতে চাইলে আমি কাজ আছে বলে পাশ কাটিয়ে চলে আসতে চাইলে আচমকা ব্যাগ থেকে ছুড়ি বের করে আমার গলা লক্ষ্য করে চালায়, ভাগ্যক্রমে মাথা সরিয়ে নিতে পারায় ছুড়িটি বাঁহাতে লাগে।
বৃহস্পতিবার অভিযুক্ত কলাভবনের ছাত্র অসীম সরকার কে আদালতে তুললে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584