দিনহাটায় ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ডাচ গোলাপের আগমন

0
195

অমৃতা চন্দ, কোচবিহারঃ

ভ্যালেন্টাইন্স দিবসের কথা মাথায় রেখেই ফুল বিক্রেতারা প্রস্তুতি নিয়ে ফেলেছে। কারণ রাত পোহালেই ভ্যালেন্টাইন্স ডে। আর তার আগে দিনহাটায় ডাচ গোলাপ থেকে শুরু করে হরেক রকম গোলাপ ফুল নিয়ে এসে প্রস্তুত ফুল ব্যবসায়ীরা।

ব্যাঙ্গালোর থেকে এই ডাচ গোলাপ নিয়ে এসেছে দিনহাটার ফুল ব্যাবসায়ী। তাই এবার অনেকটাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে এই গোলাপকে।

valentine's day | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

সোশ্যাল মিডিয়ায় ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে যতই মেসেজ আদান-প্রদান হোক না কেন, প্রিয় মানুষের হাতে এই দিনটিতে সুন্দর একটি গোলাপ তুলে দেওয়ার নাকি আলাদা অনুভূতি রয়েছে। বিশেষ করে দিনটি যদি হয় ভ্যালেন্টাইন্স ডে।

তবে তো আর কথাই নেই। শুক্রবার ভ্যালেন্টাইন্স ডের আগেই বুধবারে দেখা গেল দিনহাটার বিভিন্ন দোকানে গোলাপ ফুল কিনতে অনেককেই। এদের মধ্যে কেউ কিনছেন প্রকাশ্যে কেউবা আবার একটু লুকিয়ে।

আরও পড়ুনঃ বিদ্যালয়ের উন্নয়নে পঁচিশ হাজারের আর্থিক অনুদান অবসরপ্রাপ্ত শিক্ষকের

দিনহাটা শহরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ফুলের দোকান রয়েছে। বিশেষ বিশেষ দিনে ফুলের চাহিদা বেশি থাকায় বিভিন্ন রাস্তার ধারে গোলাপ ফুল বিক্রি করতে দেখা যায় অনেককেই।

দিনহাটার এক ফুল ব্যবসায়ী জানান এবছর ভ্যালেন্টাইন্স ডের আগে ব্যাঙ্গালোর থেকে ৩০০ টির বেশি ডাচ গোলাপ ছাড়াও মিনি গোলাপ নিয়ে এসেছেন কয়েকশো।

ব্যাঙ্গালোরে ডাচ গোলাপের দাম অনেকটাই বেশি পড়ায় তাদের ও বিক্রি করতে হচ্ছে অনেকটাই বেশি দামে। এই দুইদিন কমবেশি বিক্রি হলেও ভ্যালেন্টাইন্স ডের সকাল থেকে গোলাপের বিক্রি অনেকটাই বেড়ে যায়।
আরেক ব্যবসায়ী উত্তম সাহা জানান প্রতিবছর ভ্যালেন্টাইন্স ডের আগে তারা বিভিন্ন ধরনের বিশেষ করে ডাচ গোলাপ, মিনি গোলাপ নিয়ে আসেন।

আরও পড়ুনঃ জেলা পুলিশের উদ্যোগে স্বয়ংসিদ্ধা সম্মেলনী অনুষ্ঠান

এবছরও দাম অনেকটাই বেশি হলেও এই ফুল এনেছেন। তাদের এ বছর ডাচ গোলাপ বিক্রি করতে হবে একেকটি ৪০-৫০ টাকা করে। এছাড়াও বিভিন্ন সাইজের মিনি গোলাপ বিক্রি করতে হবে ২০- ২৫ টাকা করে। ব্যাঙ্গালোর, কলকাতা থেকে বিভিন্ন প্রজাতির গোলাপ দিনহাটার বিভিন্ন দোকানে চলে এসেছে।

এই ফুল ব্যবসায়ী বলেন ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বিভিন্ন বয়সের মানুষ দোকানে এসে ফুল কেনেন। এবছরও মিনি এবং ডাচ গোলাপ মিলিয়ে বেশ কয়েক পিস দোকানে তুলেছেন। তবে দাস গোলাপের পাশাপাশি লাল গোলাপের ও চাহিদা অনেক বেশি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here