বিজেপির বিজয় মিছিলের আগেই জারি ১৪৪ ধারা খড়্গপুরে

0
50

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

বিজেপির পক্ষ থেকে আজ শনিবার বিকেলে খড়্গপুরে বিজয় মিছিল বের করার প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে।

Section 144 issued before the victory procession of BJP at Kharagpur
ছবিঃ প্রতীকী

পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনে এদিনের মিছিলে হাজির থাকবেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভার নব নির্বাচিত সাংসদ দিলীপ ঘোষ।এই বিজয় মিছিলকে ঘিরে শুরু হল নতুন বিতর্ক। বিজেপির বিজয় মিছিলের কিছু আগে খড়্গপুর শহরে ১৪৪ ধারা জারি করল প্রশাসন।

প্রশাসনের পক্ষ থেকে এই মর্মে প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে নোটিশ পাঠানো হয়েছে। সেখানে লেখা হয়েছে আগামী দু’মাসের জন্য এই ১৪৪ ধারা বলবৎ করা হয়েছে।

এই কথার অর্থ,এক সঙ্গে কোথাও বেশি সংখ্যক মানুষ জমায়েত করা যাবে না। চলবে না মিটিং মিছিল।

তবে সূত্রের খবর, বিজেপি সেই নোটিশকে অগ্রাহ্য করেই মিছিল বের করার জন্য যাবতীয় প্রস্তুতি সেরে নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, রাজ্যের আইনশৃঙ্খলার স্বার্থে বিজয় মিছিল করা যাবে না।

যদিও বিজেপির দাবি, তাদের উত্থান আটকাতে যা খুশি সিদ্ধান্ত নিচ্ছে সরকার। এভাবে বিজেপিকে রোখা যাবে না।

আরও পড়ুনঃ নীতি বিসর্জন দিয়ে অস্তিত্ব বাঁচাতে সিপিএম থেকে বিজেপিতে যোগের সিদ্ধান্ত

ফলে খড়্গপুরের এই মিছিলকে ঘিরে শেষ পর্যন্ত কি হয়,এখন সেটাই দেখার। পুলিশ এই বিজয় মিছিল বন্ধ করতে গেলে পাল্টা বিজেপিও যে ছেড়ে কথা বলবে না,তা দিলীপ ঘোষের মন্তব্যেই স্পষ্ট।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here