জেলা পুলিশের উদ্যোগে স্বয়ংসিদ্ধা সম্মেলনী অনুষ্ঠান

0
47

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

বাল্যবিবাহ আর মানব পাচার আজকের সমাজে একটা কঠিনতম ব্যাধি। গ্রামগঞ্জের ঝুঁকিপূর্ণ ও বিপন্ন পরিবারগুলোতে মানব পাচার ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সচেতনতা গড়ার লক্ষ্যে এবং সরকারি বিভিন্ন জনমুখী প্রকল্প ও যোজনার সাথে যুক্ত করার উদ্দেশ্যে রায়গঞ্জ জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বয়ংসিদ্ধা সম্মেলনী অনুষ্ঠান।

awareness program initiative by district police | newsfront.co
নিজস্ব চিত্র

রায়গঞ্জ পুলিশ জেলার উদ্যোগে এবং রায়গঞ্জ মহিলা থানায় পরিচালনায় রায়গঞ্জ বিধানমঞ্চে অনুষ্ঠিত হল স্বয়ংসিদ্ধা সম্মেলনী অনুষ্ঠান।

সাথে পাচার ও বাল্য বিবাহ রুখতে একটি ভিডিও প্রকাশ করে হয়েছে এই অনুষ্ঠানে।

বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রীদের নিয়ে এই স্বয়ংসিদ্ধা সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপার সুমিত কুমার, অতিরিক্ত পুলিশ সুপার নিকিতা ফোনিং।রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার, ডিএসপি প্রসাদ প্রধান, ডিএসপি গোবিন্দ শিকদার, রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা সহ জেলার বিভিন্ন সমাজ কল্যান মূলক প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিবর্গ। রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন স্কুল, কলেজের ছাত্রীদের নিয়ে তৈরি করা হচ্ছে স্বয়ংসিদ্ধা সংগঠন।

আরও পড়ুনঃ মহিষাদল বইমেলার উদ্বোধনে এসে পাঠককুলকে উৎসাহ দান শুভেন্দুর

এরাই সামাজিক ব্যাধি, বাল্যবিবাহ ও মানব পাচার নিয়ে এলাকায় এলাকায় প্রচার করবে। স্বয়ংসিদ্ধা গ্রুপের মাধ্যমেই সমাজকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার তাঁর বক্তব্যে জেলা পুলিশের উদ্যোগে এই স্বয়ংসিদ্ধা সম্মেলনী অনুষ্ঠানকে স্বাগত জানিয়ে সমাজের সর্বস্তরের মানুষকে বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here