প্রেস কর্ণার আয়োজিত বসন্ত উৎসবে প্লাস্টিক মুক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর

0
83

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

Color festival organized by press corner
নিজস্ব চিত্র

পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম পর্যটন ক্ষেত্র মহিষাদল রাজবাড়ীর আম্রকুঞ্জকে প্লাস্টিক মুক্ত করার ডাক দিলেন রাজ্যের পরিবহন তথা পরিবেশমন্ত্রী শুভেন্দু অধিকারী।বৃহস্পতিবার সন্ধ্যায় মহিষাদল প্রেস কর্ণার আয়োজিত এক বসন্ত উৎসবের অনুষ্ঠানে উপস্থিত হন শুভেন্দুবাবু।

Color festival organized by press corner
নিজস্ব চিত্র

সেখানে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে প্লাস্টিক পড়ে থাকতে দেখে তিনি দর্শকদের বলেন,“আসুন আমরা শপথ নেই এই সমগ্র মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জকে সম্পূর্ণভাবে প্লাস্টিক মুক্ত গড়ে তোলার।অনুষ্ঠানের আয়োজকরা যদি পারে তাহলে আমরা কেন প্লাস্টিক মুক্ত করতে পারবোনা।”এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে শুভেন্দুবাবু আয়োজক সংস্হার প্রশংসা করে বলেন,“মহিষাদল প্রেস কর্ণার এবার যে অতিথিদের বরনের জন্য পরিবেশ বান্ধব ব‍্যাচ ও ফুলের ব‍্যাবস্হা করেছে তাতে আমি খুবই খুশি হয়েছি।আগামী দিনে তারা এইধরনের উদ্যোগ মানুষের মধ্যে আরও ব‍্যাপক ভাবে পৌঁছে দিক।”

Color festival organized by press corner
নিজস্ব চিত্র

বৃহস্পতিবার সকাল থেকে দোলযাত্রাকে কেন্দ্র করে মহিষাদল রাজবাড়ীর আম্রকুঞ্জ প্রাঙ্গণ নাচে-গানে-কবিতায় মুখরিত হয়ে ওঠে।এদিন সকালে বিশ্বকবির পথ দেখানো শান্তিনিকেতনের আঙ্গিকে প্রভাতফেরির মাধ‍্যমে শুরু হয় বসন্ত উৎসবের।

আরও পড়ুনঃ চাহিদা বেড়েছে ভেষজ আবীরের

এরপর নাচ,গান,কবিতার মধ্য দিয়ে ভরে ওঠে রাজবাড়ী প্রাঙ্গণ।জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ।এদিন সন্ধ্যায়ও মনোজ্ঞ রঙজমাটি অনুষ্ঠানে মেতে ওঠে সমগ্র মহিষাদলের মানুষজন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here