সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
স্কুলে রংয়ের কাজ চলা কালিন ভারা ভেঙে পড়ে গিয়ে মৃত জাকির সেখ নামে এক রং মিস্ত্রি।

ঘটনাটি ঘটে ডায়মন্ড হারবার থানার নেতড়া হাই স্কুলে।নিহত জাকির সেখের ছোট ভাই হাসেম জানান,কয়েকদিন ধরে নেতড়া উচ্চ বিদ্যালয়ে রংয়ের কাজ চলছিলো।প্রতিদিনের মতো আজও সকালে বাড়ি থেকে বের হয়েছিলো স্কুলে কাজ করতে যাওয়ার জন্য জাকির সেখ।তার ছোট ভাই হাসেম সেখকে সঙ্গে নিয়ে।

জাকির ও তার ছোট ভাই হাসেম দুই ভাই স্কুলে রংয়ের কাজ করছিলো জাকির যেখানে কাজ করছিলো দুপুরে হঠাৎ ভারার বাঁশ ভেঙে যায়।বাঁশ ভেঙে ভারা থেকে পড়ে যায় জাকির।

প্রথমে পড়ে স্কুলের পাঁচিলের উপর তারপর মাটিতে।প্রথমে তাকে উদ্ধার করে নিয়ে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মারা যায় জাকির সেখ।এলাকায় নেমেছেষশোকের ছায়া।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584