‘পরম্পরা বিষ্ণুপর গীতমন্দির’-এর উদ্যোগে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান মেদিনীপুরে

0
69

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

মেদিনীপুর শহরের মীরবাজার পতি ক্যাম্পাসে শ্যামাপূজা উপলক্ষ্যে সোমবার ‘পরম্পরা বিষ্ণুপর গীতমন্দির’ উপহার দিলো এক বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের । মনোজ্ঞ এক সাংস্কৃতিক সন্ধ্যার সাক্ষী হয়ে রইল পতি ক্যাম্পাসের অধিবাসীবৃন্দ। গীতমন্দিরের অধ্যক্ষ শ্রী সুকান্ত মুখোপাধ্যায় কিছু অসাধারণ সঙ্গীত শিল্পী তৈরী করেছেন এই মেদিনীপুরের বুকে। আর তার প্রমাণ পাওয়া গেল অভ্রদীপ হাজরা, মনীষিতা বোস, তানীশা দে এদের গাওয়া বিভিন্ন ধরনের গানে।

Colorful cultural events at Midnapore
নিজস্ব চিত্র

এছাড়াও অজিত দত্তের কন্ঠে ভূপেন হাজারিকার গান অনুষ্ঠানে একটি অন্য মাত্রা সংযোজিত করে। অনুষ্ঠানকে সারাক্ষণ জমিয়ে রাখলো পশ্চিম মেদিনীপুরের বিষ্ময় কিশোর অভ্রদীপ হাজরা। যে কিনা ইতিমধ্যে স্টার জলসায় খ্যাতি লাভ করে ফেলেছে এবং কুমার সানু কাছে ‘মেদিনীপুরের মান্না দে’ এই অ্যাখ্যা অর্জন করে নিয়েছে।যদিও অভ্রদীপ সাধারণত মান্না দের গান বেশী গেয়ে থাকে, কিন্তু এ দিন আর.ডি.বর্মনের ‘বল কি আছে গো তোমারি আঁখিতে’ এই গানটির অনবদ্য উপস্থাপনা সবাইকে মুগ্ধ এবং বিস্মিত করেছে। অনুষ্ঠান শুরু করে গীতমন্দিরের সবথেকে পুরানো ছাত্রী মনীষিতা বোস, ভৈরবী রাগের ওপর শ্যামা মায়ের একটি অনবদ্য ভজন গেয়ে। শিল্পীর পরিবেশনায় উপস্থিত শ্রোতামন্ডলী আবেগমথিত হয়ে পড়েন। এরপর তানী‌শা দে রাগাশ্রয়ী একটি চলচিত্রর গান ‘মোহে রঙ্গ্ দো লাল’ অসাধারণ ভাবে পরিবেশন করে। অনুষ্ঠানে বেতার শিল্পী ছোট্ট অনুভব পাল তার হৃদয়গ্রাহী আবৃত্তি পাঠের মাধ্যমে শ্রোতাদের মন জয় করে ফেলে।

আরও পড়ুনঃ ডিএভি স্কুলে রাষ্ট্রীয় একতা দিবস পালন

‘গীতমন্দির’ অনুষ্ঠানের সমাপ্তি রেখাটি টানে একটি অসাধারণ নাটকীয় পরিবেশনা, কবিগুরুর ‘কৃষ্ণকলি আমি তারেই বলি’ গানটির মধ্য দিয়ে। গানটি পরিবেশন করে মনীষিতা বোস,গানটি আবৃত্তি রূপে পাঠ করে শ্রী আলোক হুই এবং নৃত্যাংশে ছিল দেবলীনা রায়। এছাড়াও গীতমন্দিরের নবাগত ছাত্রছাত্রী ও কচিকাঁচারাও তাদের উল্লেখযোগ্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটিকে চূড়ান্ত মাত্রায় পৌঁছোতে সাহায্য করে।অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রী হলেন বিশ্বেশ্বর চক্রবর্তী, অন্তরা চক্রবর্তী, অরূপ মাহাত, ধৃতি পাল, অর্ণব মাইতি, বদ্রীয়া চক্রবর্তী, সোমরূপ গুইন, দীপান্বিতা চক্রবর্তী, মিতেশ পইড়া, তিতলি জয়। সমগ্র অনুষ্ঠানটিকে একটি ভিন্নরূপ প্রদান করেন সহযোগী যন্ত্র শিল্পী তবলায় শান্তনু চক্রবর্তী, কি-বোর্ডে শিবনাথ শিট এবং অক্টোপ্যাডে ভবতারণ সিং।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here