দোল পূর্ণিমা উপলক্ষে মায়াপুর ইসকন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সূচনা

0
581

শ্যামল রায় নবদ্বীপঃ

শ্রীচৈতন্য ভূমি নবদ্বীপ ধাম মায়াপুর ইসকন মন্দির থেকে বের হল ভক্তদের বর্ণাঢ্য শোভাযাত্রা। শনিবার মায়াপুরের ইসকন মন্দির থেকে হাজার হাজার দেশ-বিদেশ থেকে আগত পর্যটকদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার শুভ সূচনা করলেন ইসকনের আধিকারিকরা। ইসকনের প্রধান জয়পতাকা স্বামী গোস্বামী মহারাজ ও রামদাস জানালেন যে এই বর্ণাঢ্য শোভাযাত্রা নয়টি দীপ পরিভ্রমণ করবেন পর্যটকরা। দেশ-বিদেশ থেকে আসা হাজার হাজার পর্যটকরা বিভিন্ন স্থানে রাত্রি যাপন করবেন এবং থাকার ব্যবস্থা রয়েছে। এছাড়াও সেই সমস্ত স্থানের অজানা নানান তথ্য সংগ্রহ করবে। ইসকনের তরফ থেকে ভক্তদের জন্য খাবার এবং সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিজস্ব চিত্র

নবদ্বীপ বিদ্যাসাগর সংলগ্ন বিভিন্ন দ্রষ্টব্য স্থানে মহাপ্রভুর সম্পর্কে আলোচনা এবং নগর পরিক্রমা করবেন দেশ-বিদেশ থেকে আসা পর্যটক ভক্তরা।

নিজস্ব চিত্র

মহাপ্রভু চৈতন্য দেবের পড়াশোনার স্থান বিদ্যানগর এবং মহাপ্রভুর সম্পর্কে অজানা তথ্য সংগ্রহ করবেন। এছাড়াও ভক্তদের উপস্থিতিতে মায়াপুর ইসকন ও নবদ্বীপে  দোল  সম্পূর্ণ হবে। এদিন বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার বেলপুকুর এবং পরে নৃসিংহদেব ঠাকুর তলায় এসে রাত্রিযাপন করবেন ভক্তরা। তারপর ধীরে ধীরে মহাপ্রভুর স্মৃতিবিজড়িত সমস্ত অবস্থান এবং নয়টি দীপ পরিভ্রমণ করবেন ভক্তরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here