নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

“কোলাঘাট থেকে বীরসিংহ বর্ণাঢ্য মোটর র্যালী” বিদ্যাসাগর মহাশয়ের দ্বিশত জন্মবর্ষ উপলক্ষে শিক্ষা মানবিকতা সংস্কৃতি ও সমাজ সচেতনতার প্রচারে এদিন কোলাঘাট কাঠচড়া ময়দান হতে প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল ও ট্যাবলো সহযোগে কোলাঘাট এলাকার প্রায় সহস্রাধিক মানুষ বিদ্যাসাগরের জন্ম ভিটে বীরসিংহ গ্রাম রওনা হয়।

প্রতিটি বাইক, ট্যাবলতে এবং অংশগ্রহণ কারীদের হাতে হাতে ছিল বিদ্যাসাগরের বাণী ও জীবনাদর্শের কথা ও ছবি।

এই র্যালী বীরসিংহ গ্রামে পৌঁছালে সেখানে সারাদিন ব্যাপী আলোচনা সভা সহ নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

কোলাঘাটে বিদ্যাসাগরের উপর সংক্ষিপ্ত আলোচনা ও বর্ণাঢ্য র্যালীর উদ্দেশ্য নিয়ে বর্ননা করার পর সবুজ পতাকা নেড়ে যাত্রার সূচনা করেন উদ্যোগী সংস্থা কোলাঘাট মাতঙ্গিনী প্রতিষ্ঠানের সভাপতি বিপ্লব রায় চৌধুরী, আর ছিলেন কোলাঘাট বিডিও মদন মন্ডল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584