কলকাতার আদলে আসানসোল-দূর্গাপুর পুলিশের উর্দির রং পরিবর্তন

0
114

সুদীপ পাল, বর্ধমানঃ

আসানসোল-দুর্গাপুর পুলিস কমিশনারেটের আধিকারিক ও কর্মীদেরও উর্দির রং বদলে যাচ্ছে এবার। কলকাতা পুলিশের মত সাদা পোশাক পরবেন এখানকার পুলিশ। এতদিন খাঁকি পোশাক ব্যবহার করা হতো। আসানসোল (দক্ষিণ), আসানসোল (উত্তর), কুলটি, বারাবনি, রানিগঞ্জ, হীরাপুর, জামুড়িয়া, দুর্গাপুর, চিত্তরঞ্জন, নিউটাউনশিপ, পাণ্ডবেশ্বরকোকওভেন, অণ্ডাল, ফরিদপুর এবং সালানপুর সহ মোট ১৫টি থানা এই কমিশনারেটের মধ্যে রয়েছে। শুধুমাত্র পোশাকের রং বদলানো নয় কমিশনারেটের সমস্ত থানায় আইসি পদমর্যাদার অফিসার বসানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। নতুন নিয়মে কনস্টেবল থেকে ডিসিপি পদ মর্যাদার আধিকারিকরাও সাদা পোশাক পরবেন।

Colors of Asansol-Durgapur police changes | newsfront.co
নিজস্ব চিত্র

কলকাতার পুলিশ কেন সাদা পোশাক পরেন? কলকাতা পুলিশের গঠন ১৮৪৫ সালে ব্রিটিশ সময়কালে হয়েছিল। ১৯৪৭ সালের পর ব্রিটিশ শাসনের অবসান হলেও তাদের চিহ্ন এখনও রয়ে গেছে। কথিত আছে, ব্রিটিশরা কলকাতা পুলিশের ইউনিফর্মের রঙ ঠিক করেছিল। কলকাতা সমুদ্রের কাছাকাছি থাকার জন্য সারাবছর এখানে উষ্ণতা এবং আর্দ্রতা থাকে।সেই কারণে ব্রিটিশরা সাদা রঙ নির্বাচন করেছিলেন। কারণ সাদা রঙ সূর্যের তাপকে প্রতিফলিত করে গরমের থেকে রক্ষা করে।
তবে সেই কারন যাই থাক আপাতত পুলিস কমিশনার লক্ষ্মীনারায়ণ মিনা বলেন, “পোশাকের রং বদলানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি পোশাক বদল করা হবে।”

আরও পড়ুন: পরম্পরা মেনে আজও গড়ছেন তবে অভাবের অন্ধকারে মাটির হাঁড়ি নির্মাতারা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here