আঙ্গিকমের বর্ণময় একাদশ বর্ষপূর্তি অনুষ্ঠান

0
129

সুদীপ কুমার খাঁড়া, পশ্চিম মেদিনীপুরঃ

প্রদ‍্যাৎ স্মৃতি সদনের দর্শকাসন বসে একটি মনমুগ্ধকর নৃত‍্য সন্ধ‍্যা উপভোগ করলেন দর্শকরা।পশ্চিম মেদিনীপুরের জেলা শহরের সুপরিচিত নৃত্য প্রশিক্ষণ সংস্থা আঙ্গিকমের একাদশ বর্ষ পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শনিবার। মেদিনীপুর শহরের প্রদ‍্যোৎ স্মৃতি সদনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের একটি বর্ণময় সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দিল আঙ্গিকমের কলাকুশলীরা।

নিজস্ব চিত্র

নৃত্যশিল্পীদের সমবেত নৃত্যের আঙ্গিকে, নটরাজ মূর্তির সম্মুখে উপস্থিত অতিথিদের সমবেত প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে নৃত্যানুষ্ঠানের শুভ সূচনা হয়। তার আগেই উপস্থিত সকলকে স্বাগত জানানোর পাশাপাশি অতিথিদের বরণ করে নেন আঙ্গিকমের অধ‍্যক্ষা শাশ্বতী শাসমল সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন প্রখ্যাত সংগীতগুরু জয়ন্ত সাহা, প্রাক্তন অধ‍্যাপক সুশান্ত মাইতি, আইনজীবী শ‍্যামলেন্দু মাইতি, আবৃত্তিকার অমিয় পাল, সঙ্গীতশিল্পী হায়দার আলি, শিক্ষক অখিলবন্ধু মহাপাত্র, বিশিষ্ট চিকিৎসক কাঞ্চন ধাড়া,উদ‍্যোগপতি মদন মোহন মাইতি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুবর্ণ গিরি সহ মেদিনীপুরের নৃত্য জগৎ তথা সংস্কৃতি জগতের অন‍্যান‍্য ক্ষেত্রের বহু খ‍্যাতনামা ব‍্যক্তিত্ব।

নিজস্ব চিত্র

মনোজ্ঞ নৃত‍্যানুষ্ঠানের সূচনা পর্বে অনুষ্ঠিত হয় দেবী বন্দনা ও গণেশ বন্দনা। তারপর একের পর এক মনমুগ্ধকর নৃত্যের কোলাজে এগিয়ে চললো অনুষ্ঠান। পরিবেশ সচেতনতার বার্তা গঙ্গাকে দূষণের হাত থেকে রক্ষা করার বার্তা দিয়ে গঙ্গা নদীর আখ‍্যান সহ শাস্ত্রীয় নৃত‍্যের আঙ্গিক পরিবেশিত হলো ‘গঙ্গা দি হোলি রিভার’। ‘এসো নাচ করি আনন্দে’ পর্বে মনোগ্রাহী নৃত্যে উপস্থিত দর্শকদের মন জয় করলো ৫০ জনেরও বেশি কচিকাঁচারা। প্রাথমিক পর্বের পর অনুষ্ঠিত হল পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত অতিথিরা পুরস্কার তুলে দিলেন কৃতি ও সফলদের হাতে।

নিজস্ব চিত্র

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর যন্ত্রসঙ্গীত শিল্পী শুভদীপ জানার সহযোগিতায় সংঙ্গীত শিল্পী মধুমন্তী শাসমলের গানে অধ‍্যক্ষা শাশ্বতী শাসমলের নৃত্য উপস্থিত সকলের হৃদয় জয় করে নেয়। কন‍্যা মধুমন্তী ও মাতা শাশ্বতী শাসমলের যুগলবন্দী ‘দি রক আল্টিমিট রিদম’ আনন্দে মাতিয়ে দিল দর্শকদের। অনুষ্ঠিত হলো রবীন্দ্রনাথের প্রেম পর্বের গানের উপর আধারিত বিশেষ নৃত্যানুষ্ঠান ‘চিরন্তন প্রেমের আধার রবীন্দ্রনাথ’। প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীকে স্মরণ করে পরিবেশিত হলো নৃত্যের কোলাজ ‘স্মৃতি সতত সুখের’। একেবারে শেষ লগ্নে আঙ্গিকমের শিল্পীদের লোকনৃত্যাষ্ঠানও ছিল যথেষ্ট চিত্তাকর্ষক।

নিজস্ব চিত্র

উপস্থিত অতিথি সহ দর্শকরা প্রশংসায় পঞ্চমুখ হলেন আঙ্গিকমের নিখুঁত উপস্থাপন ও বর্ণময় অনুষ্ঠানের। শাশ্বতী শাসমলের তত্বাবধানে গোটা অনুষ্ঠানটি বিভিন্ন পর্বে সুচারুভাবে সঞ্চালনা করেন অভিনন্দন মুখোপাধ্যায়, হিমাদ্রী মন্ডল ও অনির্বাণ ঘোষ। অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ার জন্য সমস্ত শুভাকাঙ্ক্ষী ও দর্শকদের ধন্যবাদ জানান আঙ্গিকমের কর্ণাধার শাশ্বতী শাসমল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here