নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

রাত পোহালেই জামাইষষ্ঠী। আর জামাইষষ্ঠী মানেই জামাইয়ের পাতে রং বাহারী নানা স্বাদের মিষ্টি না থাকলে হয়।জামাইয়ের পাতে রং বেরং-এর সুস্বাদু মিষ্টি তুলে দিতে মিষ্টি বিক্রেতারা তৈরি করেছে নানা ধরনের মিষ্টি।



জলভরা,জামাইষষ্ঠী লেখা সন্দেশ,কাজু সন্দেশ,আম সন্দেশ,সহ নিত্যনতুন প্রায় আট থেকে দশ ধরনের মিষ্টির সম্ভার সাজিয়ে তুলেছেন মিষ্টি বিক্রেতারা।আর সেই সমস্ত মিষ্টি কিনতে শুক্রবার সকাল থেকে জেলার অন্যান্য প্রান্তের মিষ্টি দোকানের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ও হলদিয়ায় ভিড জমে উঠেছে দেখার মতো।
আরও পড়ুনঃ জামাই বরণে অগ্নিমূল্য বাজার

বিক্রেতারা জানান, জামাইষষ্ঠীতে ক্রেতাদের হাতে ভালো মিষ্টি তুলে দেওয়ার জন্য এক সপ্তাহ আগে থেকে দশ-বারো জন কারিগর দিয়ে মিষ্টি তৈরি কাজ শুরু হয়েছিল।আর পাঁচটা দিনের থেকে জামাইষষ্ঠীতে কয়েকধরনের সুস্বাদু মিষ্টি তৈরি করা হয়েছে।দাম রয়েছে সাধ্যের মধ্যে।
মিষ্টির পাশাপাশি ফল দোকানে আম লিচু কলা সহ ফলের দোকানেও পড়ছে লাইন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584