নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
পূর্ব লাদাখে ভারত-চিন সীমান্তে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করলো ভারত। সীমান্তে আকাশপথে কড়া নজরদারি চলছে বলে শনিবারই জানিয়েছেন বায়ুসেনা প্রধান আর কে এস বাহাদুরিয়া।

হার্কিউলিস থেকে শুরু করে সদ্য সেনাবাহিনীর হাতে আসা অ্যাপাচে হেলিকপ্টার, লাদাখ সীমান্তে সামরিক শক্তি বাড়িয়ে তুলতে সব প্রচেষ্টাই চালানো হচ্ছে বায়ুসেনার তরফে। কমব্যাট এয়ার পেট্রোলিংও চলছে আকাশ পথে। পার্বত্য অঞ্চলে চিনের একাধিক এয়ারবেস রয়েছে।
Defence Minister @rajnathsingh today reviewed the Ladakh Border situation at a meeting attended by CDS General Bipin Rawat and three services Chiefs
— Prasar Bharati News Services (@PBNS_India) June 21, 2020
শনিবার বায়ুসেনা প্রধান মার্শাল আর কে এস বাহাদুরিয়া বলেন, “খুব ভালোভাবে তৈরি আমরা, সেনা মোতায়েনের কাজও ভালোভাবে হয়েছে।”
আরও পড়ুনঃ মোদির নির্দেশে তেলেঙ্গানার ভেন্টিলেটর পাঠানো হয়েছে বাংলায়, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর
বিশেষজ্ঞরা জানিয়েছেন লাদাখের গালওয়ান সীমান্তে যেভাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে ভৌগলিক অবস্থানের কথা বিচার করলে বাড়তি সুবিধা পাবে বায়ুসেনারাই। গালওয়ানের পাহাড়ি সীমান্তে হার্কিউলিসের এয়ারস্ট্রিপও খুব ভাল কাজে আসবে বায়ুসেনার। এমনটাই মত তাঁদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584