নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পর্যটন ব্যবস্থায় সাধারণ মানুষের মনোরঞ্জনের জন্য এক ভিন্ন ধরনের পদক্ষেপ নিল ভারতীয় রেল।ঐতিহ্য ধরে রাখতে ধোঁয়া ওঠা কু ঝিক ঝিক রেল গাড়িতে চেপেই করা যাবে ভ্রমণ।পর্যটকদের নস্টালজিক করে তোলার সাথে সাথে ভ্রমণ পিপাসুদের নতুনত্বের স্বাদ দিতেই ভারতীয় রেলের এই উদ্যোগ।
সাধারণভাবে বেশ কয়েক বছর আগেই বন্ধ হয়ে গিয়েছে বাষ্প চালিত রেল ইঞ্জিন।এবার সেই বাষ্প চালিত রেল ইঞ্জিন নতুন করে সাধারণ মানুষের সামনে নিয়ে আসা হচ্ছে।শনিবার খড়গপুর থেকে মেদিনীপুর পর্যন্ত পরীক্ষামূলকভাবে এই বাষ্প চালিত রেল ইঞ্জিন চালানো হয়েছে। আপাতত তিনটি বগি রয়েছে ট্রেনটিতে।সব ঠিকঠাক থাকলে ট্রেনটি খড়গপুর থেকে বিষ্ণুপুর পর্যন্ত চালানো হবে।রেলের এক আধিকারিক জানান, এই ট্রেনটি পর্যটকদের কাছে নিঃসন্দেহে আকর্ষণীয় হয়ে উঠবে। এদিন ট্রেনটি মেদিনীপুরে এলে উৎসুক সাধারণ মানুষ ট্রেনটি দেখতে ভিড় জমান সাথে সেলফি।
আরও পড়ুনঃ কর্মচারী সমিতির বার্ষিক জেলা সম্মেলন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584