নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
অনলাইনের জমানায় আজকাল শাড়ি, জামা, জুতো, আসবাবপত্র থেকে শুরু করে গয়না, বাসনপত্র এমনকী ঘুটে অবধি পাওয়া যায় অ্যাপ ডাউনলোড করে নিলেই। কিন্তু পাওয়া যায় না কন্ডোম। এটা কেন হবে? এমনই দাবি ঋক ও স্যান্ডিদের। তাই তারা এমন একটা অ্যাপ আনতে চায় যে অর্ডার দেওয়ার দেড় ঘণ্টার মধ্যে লোকেশনে ডেলিভারি হবে কন্ডোম। সেই মর্মে কাজও শুরু করে তারা। আর ব্র্যান্ড-এর পোস্টার বানানোর জন্য এক সাধিকার মুখ ব্যবহার করে।
এই সাধিকা আবার গোপনে নারীপাচার চক্রের সঙ্গ জড়িত। এর পরেই ঘটে কেলোর কীর্তি! এই৷ সব ঘটনার মাঝেই ঘটে চলে আরও নানান কাণ্ড কারখানা। আর এগুলো কোথায় ঘটছে? অরিন্দম চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ ‘কাম অন’-এ।
‘COME ON’ নয়, ‘KAAM ON’… কাম বলতে এখানে কামদেবের প্রসঙ্গ এসেছে৷ বানতলায় সবুজে ঘেরা ক্যাপ্টেন হাউজে শেষ হল শুটিং। আপাদমস্তক সেক্স কমেডিতে ঠাসা এই সিরিজ। পরিচালক জানান- “সাতটি এপিসোডে দেখানো হবে ‘কাম অন’। বাংলা এবং হিন্দি দুই ভাষাতে তৈরি হচ্ছে এই সিরিজ৷ গল্পের পটভূমি কলকাতা। ওয়েব সিরিজের দর্শকদের নিয়ে এক্সপেরিমেন্ট করানো যায়। তাই এই জাতীয় গল্প নিয়ে কাজ করা। গল্পের বিষয়টা বোল্ড হলেও খুব কমেডির চালে দেখানো হবে এই গল্প।”
গল্প ও চিত্রনাট্য সোমনাথ রায়ের। ডায়লগ লিখেছেন বোধিসত্ত্ব মজুমদার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৈনাক ব্যানার্জি, রাজদীপ গুপ্ত, পায়েল দত্ত, সুদীপ্তা ব্যানার্জি, ডালিয়া ঘোষ, বিশ্বনাথ বসু, সুমিত সমাদ্দার, তমাল রায়চৌধুরী, অরুণাভ দত্ত সহ আরও অনেকে।
আরও পড়ুনঃ বলিউড ক্যালেন্ডার প্রকাশ অনুষ্ঠান
‘টুইনস ভেঞ্চার’-এর ব্যানারে ডালিয়া ঘোষের প্রযোজনায় আসছে ‘কাম অন’। ডালিয়াকে এখানে দেখা যাবে ঋতুজা নামের একটি চরিত্রে। সুদীপ্তার চরিত্রের নাম লাবণী। সাধিকার চরিত্রে পায়েল দত্ত। ঋতুজা এবং লাবণী তাদের বয়ফ্রেন্ডের ব্যাপারে বেশ পজেসিভ, সন্দেহপ্রবণ।
আরও পড়ুনঃ নীল-তৃণার বিয়েতে মুখ্যমন্ত্রী
বয়ফ্রেন্ডদের সবসময় ভিডিও কলিং করে দেখাতে হয় যে তারা কোথায় আছে, কী করছে ইত্যাদি৷ এভাবেই মজাদার ফ্লেভার নিয়ে তৈরি হল ‘কাম অন’। মার্চ, এপ্রিম মাস নাগাদ থেকে স্ট্রিমিং করানোর পরিকল্পনা রয়েছে এই সিরিজের। কোন প্ল্যাটফর্মে তা দেখানো হবে জানানো হয়নি প্রযোজনা সংস্থার তরফে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584