১৮-তে ৭২- সশস্ত্র কমিউনিস্ট আন্দোলনের প্রেক্ষাপটে আসছে ‘স্বাধীন ছবি’

0
178

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

১৯৬৭-তে সশস্ত্র কমিউনিস্ট আন্দোলনের পথ দেখিয়েছিলেন যাঁরা সেই কানু সান্যালরা আজও জীবিত ইতিহাসের পাতায়। সেই সব কানু সান্যালকেই এবার রিলে বন্দি করছেন পরিচালক সৌম্য ব্যানার্জি। ছবির নাম ‘১৮-তে ৭২’। ২০১৮-র সঙ্গে ১৯৭২-এর কী সম্পর্ক লুকিয়ে আছে সেটাই খুঁজে বের করার চেষ্টা রয়েছে পিরিয়ডিক থ্রিলার ‘১৮-তে ৭২’-এ।

ছবিঃ প্রতিবেদক

নকশাল আন্দোলন, স্টুডেন্ট মুভমেন্ট উঠে আসবে ছবিতে। কোনওরকম আড়ম্বর ছাড়াই তৈরি হচ্ছে এই ছবি। আর্ট ডিরেক্টরও নেই এই ছবির।

ছবিঃ প্রতিবেদক

বাংলা সিনেমার দুনিয়ায় একটা শব্দ আজকাল প্রায়ই শোনা যায় -‘ইনডিপেন্ডেন্ট মুভি’ বা ‘স্বাধীন ছবি’। হ্যাঁ ‘১৮-তে ৭২’-ও হতে চলেছে একটি স্বাধীন ছবি। এর পিছনে কোনও বড় ব্যানার নেই। প্রযোজনায় রয়েছেন পিউ ঘোষাল, শমিক বসু, শাশ্বত চট্টোপাধ্যায়।
বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সৌম্য (জ্যামি) ব্যানার্জি, গৌরব চক্রবর্তী, সুমা দে, তন্ময় রায়, কৌস্তভ ঘোষ, শমিক বসু, সৌরভ ভট্টাচার্য, ত্রিদীব কর্মকার সহ আরও অনেকে।

ছবিঃ প্রতিবেদক

ছবির শুটিং চলছে জোরকদমে। মুক্তি পেয়েছে ছবির টিজার। সব দিক ঠিক থাকলে এই বছরের শেষের দিকেই মুক্তির সম্ভাবনা এই ছবির৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here