পিয়ালী দাস, বীরভূমঃ
সিউড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বাণিজ্যিক ভবনে হঠাৎই বাইরের দিক থেকে গ্রাউন্ড ফ্লোরের এক দিকের দেওয়ালে বড়সড় ফাটল নজরে আসে দুপুরের দিকে। বিকেল বেলায় ওই অংশের দেওয়ালটি ভেঙ্গে পড়ে। ওই ভবনে দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, ভারতীয় জীবন বীমা নিগমের অফিস, সোনার অলংকারের দোকান এবং মালিকপক্ষের ওষুধ, মিষ্টির দোকান আছে। ওই ভবনের গ্রাউন্ড ফ্লোরে আছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক। সেই ব্যাংকের দিকের একটি দেওয়ালে বড়সড় ফাটল ধরে কিছুটা সরে যায় এবং তা কয়েক ঘণ্টা পরই দেওয়ালটা ভেঙে পড়ে। ফাটল দেখার পর আতঙ্কে ব্যাংকের ভিতরে থেকে কর্মী ও গ্রাহকেরা ছুটে বাইরে বেরিয়ে আসেন।
ইতিমধ্যেই ওই ভবনের অন্যান্য প্রতিষ্ঠান থেকেও কর্মী ও লোকজন আতঙ্কে বেরিয়ে পড়ে বাইরে। ওই বহুতল বাণিজ্যিক ভবনের দেওয়ালের খবর শোনার পর সিউড়ি পুরসভার ইঞ্জিনিয়ার, পুরসভার প্রধান এবং সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করতে যান।
এলাকাবাসীর অভিযোগ নিজস্ব জায়গার পরেও পুরসভার নর্দমার উপর দেওয়াল তুলে দেওয়া এই বিপত্তি ঘটেছে। ওই ভবনের যে নিজস্বটাই বিম ঢালাই আছে তার ওপর পাঁচিল না গেঁথে জায়গা দখলের জন্য বাইরের দেওয়াল নির্মাণ করা হয়েছিল। এদিকে সিউড়ি পৌরসভা পুরো বাণিজ্যিক ভবনটি খালি করে দেওয়ার নোটিশ জারি করেছে। পুলিশ এলাকায় যান চলাচল ও যাতায়াত নিয়ন্ত্রণ করে ভবনটিকে সিল করে দিয়েছে।
আরও পড়ুনঃ বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে জাতীয় সড়ক অবরোধ
পিসি চন্দ্র জুয়েলার্সের সিউড়ি ফ্র্যাঞ্চাইজি মালিক কবি দত্ত বলেন, আমরা ওখান থেকে আমাদের দোকান সরিয়ে নিচ্ছি। কয়েক বছর আগে চুরি হয়েছিল আমাদের দোকানে,তারপর ফের এভাবে আমাদেরকে চলে যেতে হচ্ছে। তার ফলে আমরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি”।
ওই বাণিজ্যিক ভবনের মালিক অরূপ চ্যাটার্জী বলেন, যে অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি মেরামত করে দেওয়া হচ্ছে। সিউড়ি পুরসভার পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন,” বাণিজ্যিক ভবনটি খালি করে দেওয়ার জন্য আমরা নোটিশ দিয়েছি এবং ভবনটিকে সিল করে দেওয়া হয়েছে”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584