নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
শিলিগুড়ি মহকুমার অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে বেহাল দশা ৩১ নং জাতীয় সড়কের। কোথাও বড় গর্ত, আবার কোথাও ছোট, কোথাও আবার এক হাঁটু জল। তাই বাধ্য হয়ে এদিন ৩১ নং জাতীয় সড়কের উপর ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।
প্রায় আধঘন্টা বিক্ষোভ চলে । যদিও স্থানীয়দের অভিযোগ যে, দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে ৩১ নং জাতীয় সড়কটি। এই বিষয়ে বহুবার এনএইচ কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রশাসনকে জানানো হলেও কোন রকম সুরাহা হয়নি ।
আরও পড়ুনঃ জলঙ্গী থেকে ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
আরও পড়ুনঃ দিল্লি দাঙ্গার তদন্ত ত্রুটিপূর্ণ- পুলিশ কমিশনারকে চিঠি অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারদের
আমরা চিন্তায় থাকি যে রাস্তার এই বেহাল দশার জন্য যেকোনো ধরণের বড় দুর্ঘটনা ঘটতে পারে। এমনকি প্রতিদিন এই জায়গাটি বেহাল থাকার কারণে কোন কোন গাড়ি খারাপও হয়ে যাচ্ছে । এর ফলে ব্যাপক যানজটেরও সৃষ্টি হচ্ছে । সেই সময় আমরা রাস্তা পারাপার করতে পারি না। ভয় হয় কখন যে দুর্ঘটনা ঘটবে। তাই আজকে কোন উপায় না পেয়ে বাধ্য হয়ে ধানের চারা রোপণ করা হল।
আর প্রশাসনের কাছে আবেদন যে এই রাস্তাটি যদি আগামী সাতদিনের মধ্যে দ্রুত ঠিক না করা হয়, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামা হবে । পাশাপাশি এনএইচ কর্তৃপক্ষের অফিস ও জাতীয় সড়ক মেরামতকারি সংস্থার অফিসও ঘেরাও করা হবে । এখন এটাই দেখার বিষয় কবে ঠিক হয় এই গুরুত্বপূর্ণ রাস্তাটি ৷ সেই দিকেই তাকিয়ে রয়েছে বিধাননগরের বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584