পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
এবার লোকসভা নির্বাচনে বিজেপি পুরোপুরি ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে মানুষের ভাবাবেগকে কাজে লাগিয়ে ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে। তাই তৃণমূল কংগ্রেসের সর্বত্র খারাপ ফলাফল হয়েছে। এখানে মানুষ উন্নয়ন দেখেননি দেখেছে শুধুমাত্র ধর্মীয় ভাবাবেগ। এই আবেগ বেশিদিন চলতে পারে না। মানুষ তার ভুল বুঝতে পেরে আগামীতে আবার তৃণমূল কংগ্রেস কেই ভোট দেবেন বলে আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে এ তৃণমূলের শহর ও ব্লক এর কর্মীদের সাথে বৈঠক করার পর এক একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন তৃণমূলের উত্তর দিনাজপুর জেলার নবনির্বাচিত সভাপতি কানাইলাল আগরওয়াল।
তিনি বলেন যে, মা-মাটি-মানুষের সরকারের উন্নয়নমুখী প্রকল্পগুলি এর সাথে সাথে ঠিকঠাক ভাবে মানুষকে বোঝাতে পারেনি তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
তাই কালিয়াগঞ্জ,রায়গঞ্জ, ডালখোলা ও ইসলামপুর পৌরসভা এলাকায় ব্যাপক উন্নয়ন হওয়া সত্ত্বেও তৃণমূল কংগ্রেস এবারের লোকসভা নির্বাচনে ভালো ফলাফল করতে পারেনি।তবে তিনি আশাবাদী তৃণমূল কংগ্রেস নিজের পায়ে দাঁড়িয়ে অবশ্যই ঘুরে দাঁড়াবে আগামী কিছুদিনের মধ্যে।
তিনি বলেন,জেলার প্রতিটি জায়গায় নতুন ও পুরনো কর্মীদের ঐক্যবদ্ধ করে এখন থেকে ঝাঁপিয়ে পড়ার জন্য নানান ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।সমস্ত কর্মীদের বলা হয়েছে শুধুমাত্র পদ আঁকড়ে ধরে থাকলেই হবে না মাঠে নেমে কাজ করতে হবে।
এইজন্য সমস্ত কর্মীদের বলা হয়েছে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তাদের সাথে জনসংযোগ বৃদ্ধি করতে।
জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল,আরও বলেন ইতিমধ্যে জেলার প্রতিটি পৌরসভায় ও ব্লকে ব্লকে পর্যালোচনা বৈঠক শুরু হয়ে গিয়েছে দলের তরফে।যাতে আগামী দিনে তৃণমূল কংগ্রেস আবার ঘুরে দাঁড়াতে পারে। যার ফলস্বরূপ আজ কালিয়াগঞ্জ শহরে একটি পাঁচ জনের কমিটি করে দেওয়া হয়েছে যার কনভেনার হয়েছেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল।কমিটির অন্যান্য সদস্যরা হলেন পৌরসভার উপ পৌরপতি বসন্ত রায়, কমল ঘোষ, অমিত দেব গুপ্ত এবং রাজেশ গুপ্তা।
তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বলেন যে,কমিটি আজকে করা হয়েছে কালিয়াগঞ্জ শহরে সেই কমিটির সদস্যরা পৌরপতি কার্তিকচন্দ্র পালের নেতৃত্বে আগামী দিনে শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে বুথ স্তর পর্যন্ত পৌঁছে গিয়ে সেখানে একটি নতুন বুথ স্তরের কমিটি করে দিবে।তিনি বলেন এই কমিটি প্রতি নির্দেশ যাতে গত নির্বাচনের সময় যারা তৃণমূল থেকে বিজেপিকে পরোক্ষ ভাবে সহযোগিতা করেছে এমন মানুষদের চিহ্নিত করে তাদেরকে দল থেকে বাদ দেওয়া।তার বক্তব্য দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো।তিনি আরো বলেন এই বুথ স্তরের আলোচনা সভায় যদি কোন জায়গায় তার প্রয়োজন হয় সেখানে তিনি আসতে প্রস্তুত বলে এদিন জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584