প্রতি রবিবার লালগোলা জেল ময়দানে অনু্ষ্ঠিত হয় কমিউনিটি কিচেন, পরিচালনায় “ঊষার আলো ফাউন্ডেশন”

0
76

শরীয়তুল্লাহ সোহন,মুর্শিদাবাদঃ

লালগোলা জেল ময়দানে প্রতি রবিবার করে লালগোলা একটি বহুল চর্চিত স্বেচ্ছাসেবী সংস্থা “ঊষার আলো ফাউন্ডেশন” -এর পরিচালনায় সাপ্তাহিক কমিউনিটি কিচেনের আয়োজন করা হয়। যেখানে প্রায় প্রতি রবিবার ১৫০-২০০ জন মানুষের জন্য খাবার প্রস্তুত করা হয়।

Choton Haldar
কিচেনের যাবতীয় আয়োজক ছোটন হালদার

প্রতি রবিবার লালগোলা ব্লকের বিভিন্ন এলাকা থেকে ভিক্ষাবৃত্তির সাথে জড়িত মানুষজন লালগোলা বাজারে ভিক্ষা করতে আসে। কারন লালগোলা বাজারের ব্যবসায়ী সমিতির নিময় অনুযায়ী সপ্তাহে একদিন অর্থাৎ রবিবার করে ভিক্ষা করার অনুমতি আছে। তাই রবিবার বাজারে তাদের ঢল নামে। তাদের কথা ভেবে এই সংস্থা তাদের হাতে খাবার তুলে দেয় সেদিন। খাবারের মেনু হিসেবে তারা প্রত্যেক সপ্তাহেই স্পেশাল কিছু খাবারের আয়োজন করে।

food distribution
বসিয়ে খাওয়ানোর দৃশ্য

সভাপতি মাস্টার কেতাবুল ইসলামকে এই কমিউনিটি কিচেনের ব্যয়ভার ও সংস্থার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি জানান, “আমাদের এই সাপ্তাহিক কমিউনিটি কিচেনের খরচ বহন করে একজন বিশিষ্ট মোমো দোকানদার ছোটন হালদার এবং কারও জন্মদিন বা কারও অন্নপ্রাশন থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে খাবার আসে এই কিচেনে।”

Community kitchen

আরও পড়ুনঃ পদ্মার কাতলা! ১৮কেজি ওজনের কাতলা প্রথমবার মিলল পদ্মায়, দাম উঠল অবিশ্বাস্য

এছাড়াও তিনি জানান, তাদের সংস্থা মূলত চিকিৎসা ও শিক্ষা ও খাদ্য তিনটি বিষয়ে কাজ করে। তাঁর বয়ান অনুযায়ী তাদের সংস্থা বর্তমানে বেশ কয়েকটি পরিবারের অসুস্থ ব্যক্তির চিকিৎসা খরচ ও খাদ্য দ্রব্য জোগান দেওয়ার যাবতীয় খরচ বহন করছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here