নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহ জেলায় বেসরকারি উদ্যোগে চালু হল কমিউনিটি কিচেন। এখান থেকে প্রতিদিন ৬০০ পরিবারের কাছে রান্না করা খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা অনুভব এবং মালদা ক্লাবের যৌথ উদ্যোগে চালু করা হয়েছে এই কমিউনিটি কিচেন।
গত মঙ্গলবার থেকে চালু হয়েছে এই কিচেন। আজ তারা ইংরেজবাজার ব্লকের প্রত্যন্ত গ্রাম কাঞ্চনটারের পেছনে হরেকৃষ্ণ কলোনিতে ৬০০ পরিবারকে খাওয়ানোর ব্যবস্থা করে। এদিন পুরাতন মালদহ ব্লকের রেল লাইনের ধারে বস্তিতে এবং নলডুবি গ্রামের ৬০০ দরিদ্র পরিবারের হাতে রান্না করা খাবার তুলে দেন।
আরও পড়ুনঃ করোনা আবহে ধর্মরাজের গাজন বন্ধের নোটিশ পুজো কমিটির
এ ব্যাপারে মালদা ক্লাবের পক্ষ থেকে কিশোর ভগত জানান, প্রতিদিন ৬০০ পরিবারকে খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে আমরা খিচুড়ি ও দুই রকমের তরকারী দিচ্ছি। যত দিন সম্ভব এই কাজ চালিয়ে যাওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584