নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
দুই দিনের মধ্যে বাঘের হানায় মৃতের পরিবারেরর হাতে ক্ষতি পূরণের চেক তুলে দিল বনদপ্তর। এদিন বনদপ্তরের পক্ষ থেকে গেরগেন্ডা চা বাগানের মৃতের পরিবারকে ক্ষতি পূরণের দুই লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।
বনদপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে চেকটি মৃতের মা রাধা প্রজার হাতে তুলে দেন মাদারিহাট বীরপাড়া ব্লকের নব মনোনীত তৃনমূল কংগ্রেসের ব্লক সভাপতি সঞ্জীব দত্ত। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্যা আশা মায়া সুব্বা, তৃনমূল নেতা অসীম দাস সহ অনান্য নেতৃবৃন্দ।
আরও পড়ুনঃ শিক্ষার্থীদের পুলিশি নিরাপত্তা দিতে অরাজি হাইকোর্ট, আইনজীবীদের ধিক্কার আদালতের সামনেই
এদিন সঞ্জীব বাবু বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্থ পরিবারটির পাশে আছি। আমরা ও সাহায্যের হাত বাড়িয়ে দেব।’
বন দপ্তরের লংকা পাড়া রেঞ্জার বিশ্বজিৎ বিষই বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারটিকে ক্ষতি পূরণের অর্দ্ধেক দুই লক্ষ্য টাকা দেওয়া হল। বাকী টাকা ময়না তদন্তের সার্টিফিকেট পাবার পর সরকারি নিয়ম মেনে দেওয়া হবে।
তিনি আরো জানান, ইতি মধ্যেই এলাকায় খাঁচা বসানোর পাশাপাশি মানুষকে বন্য জন্তুর বিষয়ে সচেতন করা হচ্ছে এবং এ ব্যাপারে চা বাগান কর্তৃপক্ষকে ও উদ্যোগ নিতে বলা হয়েছ।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584