সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
লোকসভা নির্বাচন নির্ঘন্ট ঘোষনার পর প্রচারে নেমেছেন বামডান সবাই।কখনো সর্মথকদের চাঙ্গা করতে তো কখনো বুথ কর্মীদের নিয়ে বৈঠক।কর্মীদের নিয়ে সম্মেলনে হাজির শাসক থেকে বিরোধী শিবির।দক্ষিণ ২৪ পরগনার চারটি লোকসভার মধ্যে অন্যতম লোকসভা সুন্দরবন ও সুন্দরবন লাগোয়া মথুরাপুর লোকসভা।
তৃনমূল প্রার্থী চৌধুরী মোহন জাটুয়ার জন্য পথে নেমেছেন শাসক দল।কাকদ্বীপ ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের ২৫ টি বুথের বুথ সভাপতি,সম্পাদক অঞ্চল সভাপতি সহসভাপতি সম্পাদক কোষাধক্ষদের কর্মী সম্মেলন করে। প্রতিটি বুথে ১০ জন করে কর্মীদের নিয়ে চলে কৌশুলি সভা।মূল বক্তা ছিলেন অঞ্চল সভাপতি সুপ্রকাশ বেড়া।এই গ্রামপঞ্চায়েতে রয়েছে ২৫ টি বুথের ২০টি সংসদ।মোট ভোটার ২০৬০৮জন। স্ত্রী ভোটার ১০০৬৭ ,পুঃ ভোটার ১০৫৩৯ জন। ২০০৮ সালে কংগ্রেস জোটে পঞ্চায়েত দখল হলেও ২০১৩ ,২০১৮ সাল একক ভাবে দখলে রাখে তৃনমূল।ফলে বিধান সভা এবং পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করেছিল এই পঞ্চায়েত। তাই বিরোধী শূন্য ভোট করতে লেগেছেন এই এলাকার তৃনমূল।
অন্যদিকের তৃনমূলকে পাল্লাদিতে নেমেছে বিজেপি।ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে শক্তি প্রমুখ সম্মেলন করল জেলা বিজেপি।যেখানে নেতৃত্ব দেন রাজ্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।
নির্বাচন কমিশন পশ্চিমবাংলাকে স্পর্শকাতর ঘোষনা করায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা ধর্ণায় বসে।আর সেই ধর্ণাকে কটাক্ষ করে বিজেপির রাজ্য নেতা শমিক ভট্টাচার্য। তিনি বলেন ‘মেঘের কোলে চাঁদের জলসা ঘর।’
আজ দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার ভাষাকোন চৌকি ইউনি পার্কে ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশে বিজেপির শক্তিকেন্দ্র প্রমুখ সম্মেলন এসে এই মন্তব্য করেন,তিনি আরো বলেন, ‘ডায়মন্ড হাবরার কেন্দ্র নিরবিচ্ছিন্ন সঙ্গা হীন সন্ত্রাস চলেছে।গত কয়েক মাসে ১১টি পাটি অফিস ভেঙ্গে দিয়েছে আরো কত পাটি অফিস দখল করে নিয়েছে।আজ যেখান এই সম্মেলন হচ্ছে এখানে রাত্রি পর্যন্ত বাধার সৃষ্টি করা হয়েছিল।শেষে নির্বাচন কমিশনের চাপে পুলিশ বাধ্য হয়েছে সভা করতে দেওয়ার।দমবন্ধ করা পরিস্থিতি সৃষ্টি হয়েছে গোটা লোকসভা কেন্দ্রে। মানুষ পরিত্রাণ চাইছে মানুষ গনতন্ত্রের পক্ষে রায় দেবেন আমরা ১০০ শতাংশ আশাবাদী সর্বাধিক আসনে বিজেপি জয় লাভ করবে।
আরও পড়ুনঃ ভোটের প্রচারে রং তুলি দিয়ে শুরু পদ্মফুল ও ঘাসফুলের প্রতিদ্বন্দ্বিতা
এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের সভাপতি সুভাষ সরকার,শমিক ভট্টাচার্য,দক্ষিণ ২৪ পরগণার পশ্চিম ভাগের সভাপতি অভিজিত দাস সহ সহ সভাপতি সুফল ঘাঁটু ও অন্যান্য নেতৃত্ববর্গ।এই সভার উদ্দেশ্য হলো আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির কর্মী সমর্থকদের মনের মন বল বাড়ানোর চেষ্টা এবং লোকসভা নির্বাচনের রণ কৌশল তৈরি করা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584