কেশপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতিযোগিতা ও অনুষ্ঠান

0
136

সুদীপ কুমার খাঁড়া, কেশপুর:-বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপনের অঙ্গ হিসেবে মঙ্গলবার সর্বশিক্ষা মিশন ও কেশপুর চক্র সম্পদ কেন্দ্র,নেড়াদেউলের যৌথ উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের নিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কেশপুরের কোঁয়াই প্রাথমিক বিদ্যালয়ে। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা দে সেনগুপ্ত। উপস্থিত ছিলেন কেশপুর ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ জগন্নাথ মিদ‍্যা, অবর বিদ‍্যালয় পরিদর্শক শৈলজা চন্দ্র মন্ডল, গোলাড় গ্রাম পঞ্চায়েত প্রধান হাবিবা বেগম, কোঁয়াই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন মাজী, অবসর প্রাপ্ত শিক্ষক বিশ্বনাথ কোল‍্যা, রামতনু প্রামানিক, শিক্ষক নেতৃত্ব অর্ণব দাশ, অতনু ত্রিপাঠী প্রমুখ।

বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়া এই অনুষ্ঠানে যোগ দেয়। অংকন, আবৃত্তি, বেলুন ফাটানো সহ নানা বিষযে প্রতিযোগিতা হয়। গোটা অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন স্পেশাল এডুকেটর অনুপ মন্ডল ও শিক্ষক স্নেহাশীষ চৌধুরী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here