মন্তেশ্বর ব্লকের পুটশুড়ী বাজার সংলগ্ন হাজরাপুকুরে মাটি ফেলে বড় বিল্ডিং তৈরি চলছে। প্রশাসন উদাসীন বলে অভিযোগ

0
233

শ্যামল রায় বর্ধমান:
মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত পুটশুড়ী গ্রাম পঞ্চায়েতের অধীন পুড়শুড়ী বাজারসংলগ্ন প্রায় তিন একর পুকুরে মাটি ফেলে বাড়ি তৈরি করার কাজ শুরু হয়েছে জোর কদমে।
পুকুর ভরাট করে বাড়ি ও দোকান তরী বিরুদ্ধে প্রশাসনিক স্তরে বারবার জানিও কোন ফল হচ্ছে না বলে অভিযোগ জানালেন পুকুরের মালিক সঞ্জীব হাজরা।
বৃহস্পতিবার তিনি মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্লব এর কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন সেই সাথে ভূমি ও ভূমি সংস্কার দফতর এর কাছে অভিযোগ করলেন। এছাড়াও তিনি এদিন আরও জানালেন যে ইতিমধ্যে কালনা মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে কিন্তু আজও পর্যন্ত পুকুর ভরাট বন্ধের কোনো রকম ব্যবস্থা হয়নি বলে তার ক্ষোভ
। জানা গিয়েছে যে পুটশুড়ী মৌজার অন্তর্গত তিন একর জমি পুরো জলাশয়। কয়েক মাস ধরে একটা দালাল চক্র এই জমির কিছু কিছু অংশ কিনে নিয়ে পুকুর ভরাট করে বড় বড় দোতলা বিল্ডিং পর্যন্ত করে ফেলেছেন।
এমনকি সঞ্জীব হাজরার অভিযোগ তার ওপর চাপ সৃষ্টি করে জমি বিক্রির হুমকি দিয়ে যাচ্ছেন। যদিও তিনি জমি বিক্রি করার পক্ষে তার সম্মতি নেই অথচ এই জমির কয়েকজন শরীর মোটা টাকার লোভে বিক্রি করে দিয়েছেন।


যারা কিনেছেন তারা প্রোমোটার। প্রোমোটারের উদ্যোগে বড় বড় বিল্ডিং তৈরি করে তারা মোটা অংকের টাকায় বিক্রি করে দিচ্ছেন এবং দোকানদারদের কাছে মোটা অংকের টাকায় বিক্রি করছেন।
স্থানীয় বিধায়ক সৈকত পাজা বিষয়টি জানানোর পরেও অভিযোগে তিনি প্রথম দিকে বিষয়টি দেখছিলেন কিন্তু স্থানীয় তৃণমূল নেতার কারসাজিতে আর স্থানীয় বিধায়ক এগোয়নি বলে অভিযোগ জানানো হয়েছে পুকুরের মালিকদের তরফ থেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here