নিজস্ব সংবাদদাতা, কলকাতা:
‘রাজ্য সরকারকে অবিলম্বে পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার (মিসলেনিয়াস এক্সাম) ফলাফল পুনর্মুল্যায়ণ করে বহিরাগত শর্মা-গুপ্তা পদবীর লোকেদের ভুয়ো এসসি-এসটি শংসাপত্র বাতিলের মাধ্যমে পরীক্ষার ফলাফলের আওতা থেকে বাদ দিতে হবে৷ সেই জায়গায় সুযোগ দিতে হবে রাজ্যের তফশিলি জাতি- উপজাতিদের (এসসি-এসটি)৷ এবং কি কারণে পিএসসিতে বহিরাগত শর্মা-গুপ্তাদের এসসি-এসটি হিসাবে স্বীকৃতি দেওয়া হল সেই বিষয়ে পাবলিক সার্ভিস কমিশনের কর্তাদের জবাবদিহি করতে হবে৷’- এই দাবিতে মঙ্গলবার জাতীয় বাংলা সম্মেলনের এক প্রতিনিধি দল পিএসসি অফিসে স্মারকলিপি জমা দিতে যান।
তাদের অভিযোগ শর্মা-গুপ্তা পদবীর লোকেরা এই রাজ্যের কেউ নয়৷ এমনকি তারা তফশিলি বর্গের লোকও নয়৷ অন্য রাজ্যে তারা তফশিল বর্গ বলে চিহ্নিত হবে কি হবে না সেটা সেই রাজ্যের বিষয়৷ কিন্তু বহিরাগত কাউকে রাজ্যের তফশিল বর্গ বলে চিহ্নিত করা যায় না, এটা সুপ্রিম কোর্ট পরিস্কারভাবে একটি রায়ে ইতিপূর্বেই জানিয়েছে৷ এরপরেও এই সিদ্ধান্ত কেন -সেই মর্মে তারা এই বিষয়ে জবাবদিহি চায় পিএসি অধিকর্তার কাছে।দীর্ঘক্ষণ আলোচনার চলার পরেও পিএসসি অফিস তাঁদের স্মারকলিপি গ্রহণ করতে অস্বীকার করায় জাতীয় বাংলা সম্মেলনের কর্মী সমর্থকবৃন্দ প্রতিবাদে পিএসসি অফিসেই ধর্ণায় বসেন৷ আরও পড়ুন:বদলি ঘিরে ফের বিক্ষোভ কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে
শেষ পর্যন্ত স্মারকলিপি গ্রহণ করা হয় বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক সিদ্ধব্রত দাস। এই বিষয়ে তাদের কাছ থেকে জানতে চাওয়া হলে সংগঠনের অন্যতম সদস্য রেজাজুর রহমান বলেন “আমরা এই বিষয়টির শেষ দেখে ছাড়ব৷ মাঠে ময়দানে বৃহত্তর আন্দোলনের পাশাপাশি আমরা আইনি লড়াইয়েও যাবো৷ হিন্দি সাম্রাজ্যবাদকে বাংলা দখল করতে দেবো না। হিন্দি সাম্রাজ্যবাদের সহযোগী হিসাবে রাজ্যের যেসব সরকারি আমলা ও প্রশাসনিক ব্যক্তিরা দালালি করছেন, তাদের বাংলা ছাড়ার ব্যবস্থা করা হবে৷”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584