খুলছে জলদাপাড়া উদ্যান, বাড়ছে ফি

0
56

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

Jaldapara forest | newsfront.co
নিজস্ব চিত্র

তিন মাস বন্ধ থাকার পর আগামীকাল থেকে পর্যটকদের জন্য্ খুলে যাচ্ছে জলদাপাড়া জাতীয় উদ্যান। তার প্রস্তুতি চলছে পুরোদমে। এবারের জলদাপাড়াতে পর্যটকদের ঘোরার জন্য ফি কিছুটা বাড়ানো হয়েছে, কার সাফারি ১০০ টাকা বেড়েছে আগে ছিল ১১০০ টাকা এবার হয়েছে ১২০০ টাকা আর গাইড বাবদ ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে গাইড আগে ছিল ২৫০ টাকা এবার থেকে হয়েছে ৩০০ টাকা।

Jaldapara forest | newsfront.co
নিজস্ব চিত্র

পর্যটন ব্যাবসার সাথে জড়িত হোটেল ব্যেবসায়ী, গাইড , জিপ্সি চালকরা জানান, যে আমরা আশাবাদী আগামীকাল থেকেই প্রচুর টুরিস্ট আসবে জলদা পাড়াতে। এছাড়াও সামনেই আসছে পুজো। চির সবুজের সাথে একঘর বন্যপ্রাণের হাত ছানিতে পুজোর চুপচাপ চারদিনের ডেসটিনেশন হতেই পারে জলদাপাড়া জাতীয় উদ্যান।

Jaldapara forest | newsfront.co
নিজস্ব চিত্র

উল্লেখ্য, গত রবিবার অর্থাৎ ১৬ জুন থেকে পর্যটকদের জন্য বন্ধ হয়ে গেছিল বনাঞ্চল। ফলে এই তিনমাস বন্ধের সময় জলদাপাড়া জাতীয় উদ্যানে বনটহলের হাতিদের সংখ্যা বাড়াল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ এনআরসি-র বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল দাঁতনে

Kalyan Gof | newsfront.co
কল্যাণ গোফ, সভাপতি গাইড এসোসিয়েশন। নিজস্ব চিত্র

জানা গিয়েছে, জলদাপাড়া জাতীয় উদ্যানে মোট কুনকি হাতির সংখ্যা ৮০ টি। এই ৮০ কুনকির মধ্যে ২০ টি হাতি জঙ্গলে পর্যটকদের জঙ্গল ভ্রমনের কাজে ব্যাবহৃত হয়। যার পোশাকি নাম হাতি সাফারি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here