নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলা থেকে গত দু’দিন ধরে খুবই অল্প সংখ্যক লালারসের নমুনা মালদহ মেডিকেলে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। একদিকে যখন জেলায় হু হু করে পরিযায়ী শ্রমিকরা ফিরছেন, তখন লালারস পরীক্ষায় এই অবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে জেলায় শুক্রবার আরও ৫ জন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। আক্রান্ত ব্যক্তিরা পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিল বলে জানা গিয়েছে। শুক্রবারও একটি ট্রেনে একাধিক পরিযায়ী শ্রমিক রায়গঞ্জে ফিরেছেন। কিন্তু এভাবে লালারসের নমুনা সংগ্রহের সংখ্যা কমে যাওয়ায় খুব স্বাভাবিকভাবেই এই প্রক্রিয়ার শিথিলতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে।
আরও পড়ুন:করোনা পরীক্ষার রিপোর্টে গতি আনতে বিশ্ববিদ্যালয়ের যন্ত্র দান
জানা গিয়েছে প্রচুর পরিমাণে লালারসের নমুনা এখনও পর্যন্ত অপরীক্ষিতভাবে মালদহ মেডিকেল কলেজে পড়ে রয়েছে। তাই সেই নমুনাগুলোর রিপোর্ট না আসা পর্যন্ত নতুন নমুনা সেখানে পাঠালে তা পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সে কারণেই এই নমুনা সংগ্রহের প্রক্রিয়া কিছুটা শিথিল করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584