নিজস্ব প্রতিবেদক, কোলকাতা
প্রশাসন আর সংবাদ মাধ্যম আবার মুখোমুখি। তবে এবার মেনস্ট্রীম মিডিয়া হাউস নয়।বিকল্প সংবাদ মাধ্যমের কন্ঠ রোধ করার প্রচেষ্টার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে । তাই আগামী ১১ই অক্টোবর বিকাল চারটেয় ভারতসভা আলোনা কক্ষে “সত্যের কন্ঠ রোধ করা যাবে না” শীর্ষক এক আলোচনা সভা ও সাংবাদিক সম্মেলনের আহ্বান করা হয়েছে।
ঘটনার প্রকাশ কিছুদিন পূর্বে টাইমস্ বাংলা অনলাইন নিউজ চ্যানেল সম্প্রদায়িক সংঘাতে অংশ নেওয়া দুষ্কৃতীদের কুকীর্তির ভিডিও প্রকাশ করে যা ভাইরাল হয়ে ওঠে।
তারই পরিপ্রেক্ষিতে তারা প্রশাসনের রোষানলে পড়েন বলে দাবী করেন ঐ অনলাইন নিউজ চ্যানেলের সম্পাদক মিজানুর রহমান।
অপরদিকে হুগলী জেলা থেকে সম্প্রচারিত “আরামবাগ টিভি “নামে এক লোকাল টিভি চ্যানেলে পুলিশের ঘুষ নেওয়ার ছবি তুলতে গিয়ে সাংবাদিক সুরাজ আলী খান পুলিশের রোষানলে পড়েন। অভিযোগ তাদের নামে মিথ্যা মামলা করেছে প্রশাসন।
এই উভয় ঘটনার পরিপ্রেক্ষিতেই বিকল্প সংবাদ মাধ্যমের সংগঠিত হওয়ার আবেদনে এই সভা আহুত হয়েছে। এই সভায় সর্বস্তরের সাংবাদিক বুদ্ধিজীবী ও মানবাধিকার সংগঠনের নেতৃত্ব উপস্থিত থাকবেন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584