মধ্যরাতে চাঁদের হাসি ঘিরে উন্মাদনা

0
629

গায়ক গেয়েছেন-ও চাঁদ আগলে রেখো জোস্নাকে।আজ মধ্যরাত্রের মুর্শিদাবাদের আকাশে সেই রকমই এক দৃশ্যই প্রত্যক্ষ করা গেল।চাঁদকে ঘিরে রয়েছে এক অদ্ভূত সুন্দর রঙ্গীন বলয়, যে বলয়ের ঠিক মাঝখানে বসে চাঁদ যেন হাসছে। প্রকৃতির এই সুন্দর দৃশ্য উপভোগ করে তা বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিতেও কার্পণ্য করেনি নয়া প্রজন্ম।
এই বলয়কে ঘিরে এসেছে নানা মতামতও কারো কারো মতে এই বলয় কোন প্রাকৃত দুর্যোগের পূর্বাভাস। কারো মতে আবার ঐশ্বরিক অমঙ্গলের পূর্বাভাস।চাঁদের বলয়ের বিজ্ঞান ভিত্তিক কারণ জানতে চেয়ে মুর্শিদাবাদবাসী ভূমি ও ভূমিসংস্কার দপ্তরের আধিকারিক অনির্বাণ মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হয় নিউজফ্রন্ট এর পক্ষ থেকে তিনি হোয়াটস্ অ্যাপ মেসেজে জানান যে, ” চাঁদের বলয় তৈরি হয় তখনই যখন চাঁদের আলো পাতলা মেঘ ও বরফ কণার মধ্য দিয়ে পাস করে, যেগুলো থাকে পৃথিবীর বায়ুমণ্ডল এর অপরের স্তরে। এটা এমন ভাবে বেঁকে যায় ঠিক যেমনভাবে আলো একটা লেন্সে এর মধ্যে বেঁকে যায়। বরফ কণার আকার গুলোই মূলত চাঁদের বলয় তৈরির আসল কারণ”

তবে কারন যায় হোক না কেন চাঁদের এই সৌন্দর্যের উপভোগ করতে আজ শুধু কবি বা প্রেমিক নয় সাংবাদিক থেকে সরকারী আধিকারিক সকলেই তারা ভরা আকাশে তাকিয়ে বিস্মিত হয়েছেন। বিমোহিত হয়ে এগিয়ে ধরেছেন মোবাইল ক্যামেরার লেন্স,ধরে রাখতে চেয়েছেন চাঁদের হাসি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here