বালি খাদান থেকে মহিলাকে কটুক্তির অভিযোগে ধুন্ধুমার চন্দ্রোকোনায়

0
240

নিজস্ব সংবাদদাতা, চন্দ্রকোনাঃ

গ্রামের এক মহিলা নদীতে গেলে তাকে কটুক্তি করে বালি খাদানের কর্মীরা। তার প্রতিবাদ করতে গেলে মারধর করা হয় ঐ মহিলাকে এমনই অভিযোগ গ্রামবাসীদের।ঘটনাটি চন্দ্রকোনা থানার ইশনগর এলাকার শীলাবতী নদীর বৈধ বালি খাদানে।

খাদান কর্মীদের মারে হাতে চোট পায় পাশের গ্রাম পাঁচামীর বছর বাইশের গৃহবধূ চুম্কী হাইত।ঘটনার খবরে উত্তেজনা ছড়ায় এলাকায়।কয়েকটি গ্রামের লোকজন জড়ো হয়ে বিক্ষোভ দেখায় খাদানে।খাদানের মুল রাস্তায় বাঁশের ব্যারিকেড করে বালি গাড়ি আটকে দেওয়া হয়।

উত্তেজিত জনতা ভাঙ্গচুর চালায় খাদানের সামনে ইশনগর গ্রামের বাসিন্দা শ্যামল পালের বাড়ি।শ্যামলবাবুর অভিযোগ,গ্রামের লোকজন আচমকাই তার বাড়ি ভাঙ্গচুর করে এবং বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করে।বাড়ির বাইরে থাকা একটি মোটর সাইকেল ও একটি মেশিনে আগুন লাগিয়ে দেওয়া হয়।

শ্যামলবাবুর বাড়িতে আক্রমনের কারন তিনি ওই খাদান থেকে গাড়ি বেরনোর জন্য তার নিজস্ব জায়গা দিয়েছেন।শ্যামল বাবু রাস্তা দেওয়ার জন্যই বালি খাদান চালু হয়েছে এই ক্ষোভে গ্রামের মানুষ চড়াও হয় ওনার বাড়িতে।

ঘটনার খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ পৌঁছয়।পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।পুলিশ জানায়,আপাতত খাদান থেকে বালি তোলা বন্ধ রাখা হচ্ছে।আটকে থাকা বালি গাড়িগুলি ছেড়ে দেওয়া হয়।ঘটনায় এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি।গ্রামবাসীদের দাবী আগেও খাদান থেকে মহিলাদের কটুক্তি করা হতো।খাদান বন্ধ করে দেওয়া হোক।এদিকে খাদান মালিকের দাবী,এটা চক্রান্ত।বৈধ খাদান, মহিলাদের সঙ্গে কোনও রুপ দুব্যবহার করা হয়না।উল্টে খাদানের কর্মীদের মারধর করে ওই গ্রামের কয়েকজন।এলাকার কিছু মানুষ প্রায়শই তোলা দাবী করে তা না দেওয়ায় মিথ্যা অপবাদ দিয়ে খাদানের বদনাম করার চক্রান্ত এটা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here