মালদা,২২ মার্চঃ বিচার পছন্দ না হওয়ায়, সালিশি সভায় এক গ্রামবাসীকে মেরে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠলো ৪ জনের বিরুদ্ধে। আক্রান্ত গ্রামবাসী চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ পুলিশ ফাঁড়ির সাহবাজপুর এলাকায়। গোলাপগঞ্জ পুলিশ ফাঁড়িতে ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্তর নাম, নগরদ্বীপ মন্ডল(৩৮)। বাড়ি সাহবাজপুর গ্রামে। দীপক মন্ডল, জুহুল মন্ডল সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের গোলাপগঞ্জ পুলিশ ফাঁড়িতে।
জানা গিয়েছে, মদ খাওয়াকে কেন্দ্র করে তপন মন্ডল ও দীপক মন্ডলের মধ্যে তুমুল ঝামেলা বাধে। ঝামেলা গড়াই সালিশিতে। বুধবার রাতে গ্রামের মোড়োল মাতব্বরদের নিয়ে বসে সালিশি। অভিযোগ, সালিশির বিচার পছন্দ না হওয়ায় সেখানেই চিৎকার করে গালিগালাজ শুরু করে দীপক। এই ঘটনার প্রতিবাদ করে গ্রামবাসী নগরদ্বীপ মন্ডল। সেই সময় ইট ও লাঠি নিয়ে দীপক, জুহুল সহ ৪ জন হামলা চালায় নগরদ্বীপের উপর। রাতেই আহতকে উদ্ধার করে প্রথমে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভরতি করে পরিজনেরা। পরে তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। অভিযুক্তরা পলাতক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584