নিজস্ব প্রতিবেদক,নদিয়া:-
চাকদহ বিধানসভার অধীন রাউতাড়ি গ্রাম পঞ্চায়েতে ভোটে জেতা ৪ জনকে এবার টিকিট দেওয়া হচ্ছেনা বলে দলীয় সূত্রে খবর। জানা গেছে, ওই নেতাদের মধ্যে পঞ্চায়েতের উপপ্রধান সহ ৩ জন পঞ্চায়েত সদস্যও রয়েছেন। এনিয়ে সরাসরি মুখ না খুললেও উপপ্রধান সহ ৩ জনকে টিকিট না দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত বলে খবর দলীয় সূত্রে।রাউতাড়ি গ্রাম পঞ্চায়েতের ওই উপপ্রধানের নাম তালেব আলি মণ্ডল ,অন্য সদস্যরা হলেন হারুন আল রসিদ,মতলেব মণ্ডল ও সোনা দাস । হারুন আল রসিদ এ ব্যাপারে সরাসরি তৃণমূল মহসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়েছেন যে ,তার আসনের কোন বিন্যাস হয়নি অথচ তাকে মনোনয়ন দেওয়া হচ্ছেনা ।
২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে চাকদহ বিধানসভার অধীন রাউতাড়ি গ্রাম পঞ্চায়েতে এরা জয়লাভ করেন ।ওই এলাকার তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য কানাইলাল দাস বলেন,ওদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে।পরক্ষণেই বলেন, রাউতাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তালেব আলি মণ্ডলের বিরুদ্ধে কোন দুর্নীতি নেই ,তবে তার আসন (এস সি) সংরক্ষিত হয়ে গেছে ।তালেব আলি মণ্ডলের অভিযোগ, ‘কানাইলাল দাসের স্ত্রী ইন্দিরা দাস পঞ্চায়েত প্রধান । ইন্দিরা দাসের আসন সংরক্ষিত হয়ে গেলেও পাশের অসংরক্ষিত আসনে তাকে প্রার্থী করা হয়েছে।অথচ আমাকে কোন অসংরক্ষিত আসনে প্রার্থী করা হচ্ছেনা বলে জানতে পেরেছি ।তৃণমূল নেত্রী, আমাদের সর্বোচ্চ অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এর বিচার চেয়েছি।’
স্থানীয় সূত্রে জানা গেছে , কানাইলাল দাসের কাছের লোক না হওয়ায় ও গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই রাউতাড়ি গ্রাম পঞ্চায়েতের ভোটে জেতা ওই ৪ জন এবার টিকিট পাচ্ছেন না। সূত্রের খবর, টিকিট পাবেন না জেনে ইতিমধ্যেই দৌড়ঝাঁপও শুরু করেছেন তাঁরা।তবে খবর, মতলেব মন্ডল শেষ মূহূর্তে টিকিট পেতেও পারেন। কয়েকজন বলেন, “শুনেছি টিকিট পাব না। শেষ ভরসা পার্থদা ও আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়।এইটুকু শেষ আশা আমাদের ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584