পিয়ালী দাস, বীরভূমঃ
চাকরি দেওয়ার নাম করে একাধিক জায়গা থেকে টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা মনিরুল ইসলামের ভাই নুরুল ইসলাম ও মনিরুল ইসলামের ডান হাত আনারুল ইসলাম। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মনিরুল ইসলামের ভাই ও মনিরুল ইসলাম ঘনিষ্ঠকে গতকাল রাতে গ্রেফতার করেছে লাভপুর থানার পুলিশ। মঙ্গলবার ধৃতদের বোলপুর আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তদের দশদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

এই দুই নেতার বিরুদ্ধে পঞ্চায়েতে নানান পদে নিয়োগ করে দেওয়া সহ প্রাথমিক স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন জনের থেকে টাকা নিয়ে আত্মসাৎ করার অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, লাভপুর, আহমেদপুর, নানুর সহ বেশ কয়েকটি এলাকার মানুষদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে লাভপুর থানার পুলিশ। তবে পুলিশের তরফ থেকে নুরুল ইসলাম ও আনারুল ইসলামকে গ্রেফতার করার কারণ হিসাবে টাকা আত্মসাতের অভিযোগ তুললেও বিজেপি শিবির এই ঘটনার পিছনে শাসক দলের চক্রান্ত দেখছে।
অন্যদিকে আবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মনিরুল ইসলামের নাম করেই নাকি নুরুল ইসলাম অনেকের কাছ থেকে টাকা তুলেছেন।
প্রসঙ্গত, মনিরুল ইসলাম ২০১১ সালে পশ্চিমবঙ্গের শাসকদলের পালাবদলের আগেই বামফ্রন্ট ছেড়ে তৃণমূলে যোগ দেন। এরপর আবার ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে বিজেপি ১৮ টি আসন পাওয়ার পর তৃণমূল ছেড়ে তিনি যোগ দেন বিজেপি শিবিরে। বীরভূম জেলা পুলিশ সূত্রে খবর অভিযোগে নাম থাকা বিজেপি নেতা মনিরুল ইসলাম বর্তমানে ফেরার তার খোঁজে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584